সাহিত্য জগতে ফের করোনার থাবা, দিল্লির হোটেলে নিভৃতবাসে বুদ্ধদেব গুহ

আক্রান্ত বড় মেয়ে ও গাড়ির চালকও।

Updated By: Apr 25, 2021, 07:09 PM IST
সাহিত্য জগতে ফের করোনার থাবা, দিল্লির হোটেলে নিভৃতবাসে বুদ্ধদেব গুহ

নিজস্ব প্রতিবেদন: চলে গিয়েছেন কবি শঙ্খ ঘোষ। করোনা পজিটিভ ছিলেন তিনি। এবার সংক্রমণের কবলে পড়লেন সাহিত্য়িক বুদ্ধদেব গুহ। দিল্লির একটি হোটেলে কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি। বড় মেয়ে ও গাড়ির চালকও আক্রান্ত বলে জানা গিয়েছে।

বয়স নব্বই-র দোরগোড়ায়। দিল্লিতে যাওয়ার পর নিউমোনিয়ার মতো উপসর্গ দেখা দিয়েছিল বুদ্ধদেববাবুর। বুকে সর্দি বসে গিয়েছে, সঙ্গে কাশিও। তবে করোনা পজিটিভ রিপোর্ট এলেও, এখনও স্বাদ-গন্ধহীন হননি প্রবীণ এই সাহিত্যিক। দিল্লির হোটেলে যখন কোয়ারেন্টাইনে দিন কাটছে তাঁর, তখন কলকাতায় উদ্বেগে পরিবারের লোকেরা। 

আরও পড়ুন: 'জাতি, ধর্ম, রাজনীতির উর্ধ্বে গিয়ে মানুষের পাশে দাঁড়ান', Raj

করোনা টিকা নিয়ে ছিলেন কবি শঙ্খ ঘোষ। কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি। ১৪ এপ্রিল করোনা পজিটিভ রিপোর্ট আসে। বার্ধক্যজনিত অসুখে শরীর দুর্বল ছিল আগে থেকেই। সংক্রমণের ধাক্কায় আরও দূর্বল হন প্রবীণ কবি। তাই নানা উপসর্গ থাকা সত্ত্বেও  নিভৃতবাসে ছিলেন বাড়িতেই। এরপর মঙ্গলবার রাত থেকে আচমকা শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। বুধবার সকালে প্রয়াত হন শঙ্খ ঘোষ।

আরও পড়ুন:  রাত পোহালেই অস্কার, দেশের চোখ 'The White Tiger' ছবিতে

.