বিশ্ব পরিবেশ দিবস : উজবেকিস্তানে ভারতীয় দূতাবাসের অনুষ্ঠানে দেব

৫ জুন, মঙ্গলবার সারা বিশ্বে পালিত হচ্ছে পরিবেশ দিবস, নেওয়া হচ্ছে বিভিন্ন ধরনের কর্মসূচি। সেই কর্মসূচিতে পিছিয়ে নেই সেলেবরাও। বিশেষ করে এই পরিবেশ দিবসে প্লাস্টিক বর্জনের ডাক দিয়েছেন বলিউড সেলেবরা। অনেকে আবার গাছ লগিয়ে দিনটি উদযাপন করছেন। তেমনই বৃক্ষরোপন কর্মসূচিতে সামিল হলেন সুপারস্টার দেব।

Updated By: Jun 5, 2018, 05:01 PM IST
বিশ্ব পরিবেশ দিবস : উজবেকিস্তানে ভারতীয় দূতাবাসের অনুষ্ঠানে দেব

নিজস্ব প্রতিবেদন: ৫ জুন, মঙ্গলবার সারা বিশ্বে পালিত হচ্ছে পরিবেশ দিবস, নেওয়া হচ্ছে বিভিন্ন ধরনের কর্মসূচি। সেই কর্মসূচিতে পিছিয়ে নেই সেলেবরাও। বিশেষ করে এই পরিবেশ দিবসে প্লাস্টিক বর্জনের ডাক দিয়েছেন বলিউড সেলেবরা। অনেকে আবার গাছ লগিয়ে দিনটি উদযাপন করছেন। তেমনই বৃক্ষরোপন কর্মসূচিতে সামিল হলেন সুপারস্টার দেব।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মঙ্গলবার উজবেকিস্তানের ভারতীয় দূতাবাসের একটি কর্মসূচিতে সামিল হতে দেখা যায় টালিগঞ্জের অভিনেতা দেবকে। সেই ছবি নিজের সোশ্যাল সাইটে পোস্ট করেছেন তিনি। বিভিন্ন ধরনের ফুলগাছ লাগাতে দেখা গেল অভিনেতাকে।

অন্যদিকে এবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্লাস্টিক বর্জনের ডাক দিয়েছেন আলিয়া ভাট, দিয়া মির্জা, বরুণ ধাওয়ান, জুহি চাওলা, সোনাক্ষী সিনহা সহ বিভিন্ন বলি সেলেবরা।  পিছিয়ে নেইস দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির তারকারাও। খোদ বাহুবলী তারকা প্রভাসকে নিজের হাতে গাছ লাগাতে দেখা গেছে।

আরও পড়ুন-প্লাস্টিক বর্জন করুন, আবেদনে সামিল বলি সেলেবরা

.