'সরকার কী করছে, না ভেবে নিজেরা কী করছেন ভাবুন', NRC, CCA নিয়ে পাল্টা জুহি

 সাম্প্রতিক পরিস্থিতিতে দাঁড়িয়ে নিজের মত পোষণ করলেন অভিনেত্রী জুহি চাওলা। 

Updated By: Jan 9, 2020, 04:12 PM IST
'সরকার কী করছে, না ভেবে নিজেরা কী করছেন ভাবুন', NRC, CCA নিয়ে পাল্টা জুহি

নিজস্ব প্রতিবেদন :  ''সবসময় সরকার কী করছে? এই প্রশ্ন না তুলে আপনারা নিজেদের প্রশ্ন করুন আপনারা কী করছেন? '' বুধবার এমনই মন্তব্য করলেন বলিউড অভিনেত্রী জুহি চাওলা। অনুরাগ কশ্যপ, দীপিকা পাড়ুকোন, তাপসী পন্নু, স্বরা ভাস্করদের মতো নয়, তাঁদের মতামত থেকে অনেকটাই সরে এসে সাম্প্রতিক পরিস্থিতিতে দাঁড়িয়ে নিজের মত পোষণ করলেন অভিনেত্রী জুহি চাওলা। 

NRC, CAA, JNU এবং জামিয়া মিলিয়া, ইস্যুতে গোটা দেশ উত্তপ্ত গোটা দেশ। এই পরিস্থিতিতে আমজনতা থেকে তারকা অনেকেই কেন্দ্রের নীতি নিয়ে মুখ খুলেছেন। JNU কাণ্ডের পর পড়ুয়াদের পাশে দাঁড়াতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হাজির হন বহু তারকা। তবে এসবের মাঝে বেশ কিছুটা ভিন্নমত পোষণ করলেন বলিউড অভিনেত্রী জুহি চাওলা। বুধবার তিনি হাজির হয়েছিলেন একটি অনুষ্ঠানে। যে অনুষ্ঠানে ''ফ্রি কাশ্মীর, দেশ বিরোধী স্লোগান, মিথ্যা প্ররোচনা, ভ্রান্ত ধারনা''। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন জুহি।

আরও পড়ুন-নেহা কক্করই তাঁর পুত্রবধূ হতে চলেছেন, জানিয়ে দিলেন উদিত নারায়ণ!

আরও পড়ুন-'যে কটা দিন তুমি ছিলে পাশে', পুরনো নস্ট্যালজিয়া উস্কে সাত পাকে বাঁধা পড়লেন পরমব্রত-রাইমা!

জুহির কথায়, ''আমরা যখন কাজে যাই তখন আমরা এটাই চিন্তা করতে থাকি, কীভাবে সেই কাজটাকে সফল করব, আর তখন যদি কোনও ঘটনা ঘটে যায়, তখন সংবাদমাধ্যম প্রশ্ন করতে থাকে এটা নিয়ে আপনারা কী ভাবছেন? আমরা একটা বিষয়ই বুঝতে পারি না, যে মানুষ বিষয়টাই বুঝতে চায় না অথচ বিষয় নিয়ে লোকজনের মতামত শুনতে চায়। আমাদের দুর্ভাগ্য যে মানুষ ঐক্যের থেকে এখন বেশি করে বিভেদের বিষয়টা নিয়েই বেশি আলোচনা করছে।''

জুহি বলেন ''সকলে খুব সহজেই ভাঙার বিষয় নিয়ে আলোচনা করে, তবে কেউ ঐক্য নিয়ে কেউ আলোচনা করছে না। সকলে প্রশ্ন তুলছে সরকার এটা কেন করছে? কেন করছে? তবে আমি বলবো যদি কেউ একটা আঙুল তোলে, তাহলে কিন্তু তাঁদের দিকে আরও তিনটে আঙুল উঠবে। আমি একটা প্রশ্ন করতে চাই , আপনারা কী করছেন, শান্ত হন, পরিস্থিতি বোঝার চেষ্টা করুন।''

.