''প্রেমে পড়লে জলও যেন সরবত'', আলিয়ার প্রেমে হাবুডুবু রণবীর

রণবীর কাপুর আলিয়ার প্রেমে পড়েছেন, আর আলিয়া ভাট রণবীর কাপুরের। এ তো এখন বি-টাউনের বাসি খবর। তবে এখন কথা হল এ প্রেম তো শুধুই প্রেম নয়। এক্কেবারে হাবুডুবু অবস্থা তা কি জানেন? সম্প্রতি, আলিয়া আর রণবীরের কথাবার্তা শুনে তেমনটাই মনে হচ্ছে। 

Updated By: Jun 22, 2018, 02:13 PM IST
''প্রেমে পড়লে জলও যেন সরবত'', আলিয়ার প্রেমে হাবুডুবু রণবীর

নিজস্ব প্রতিবেদন: রণবীর কাপুর আলিয়ার প্রেমে পড়েছেন, আর আলিয়া ভাট রণবীর কাপুরের। এ তো এখন বি-টাউনের বাসি খবর। তবে এখন কথা হল এ প্রেম তো শুধুই প্রেম নয়। এক্কেবারে হাবুডুবু অবস্থা তা কি জানেন? সম্প্রতি, আলিয়া আর রণবীরের কথাবার্তা শুনে তেমনটাই মনে হচ্ছে। 

সম্প্রতি, ফিল্ম সমালোচক অনুপমা চোপড়া এক সাক্ষাৎকারে রণবীর কাপুরকে জিজ্ঞাসা করেন, তুমি তো বহুবার প্রেমে পড়েছো, কখনও কি তোমার এই বিষয়টাকে জটিল বলে মনে হয়েছে? তাঁর প্রেমের অভিব্যক্তির কথা প্রকাশ করেন, নিজের মনের কথা জানিয়ে রণবীর বলেন, ''প্রেমে পড়া পৃথিবীর সবথেকে সুন্দর জিনিস। প্রেমে পড়লে সবকিছুই সুন্দর লাগে। তখন যদি জলও খাওয়া হয় সেটাও সরবত লাগে।''  

তবে শুধু এখানেই শেষ নয়, কিছুদিন আগে রণবীর বলেছিলেন, আমার একজন স্ত্রী থাকুক, নিজের সন্তান আসুক। আমি স্ত্রী, সন্তান নিয়ে সংসার করতে চাই। প্রসঙ্গত শুধু রণবীরই নন, একই অবস্থা আলিয়ারও , তিনিও ৩০-এর আগেই বিয়ে করতে চেয়েছেন। এদিকে আলিয়াও আজকাল নিজের প্রেমকে কাছে কাছে রাখতে রণবীরের জ্যাকেট গায়ে ঘুরে বেড়াচ্ছেন।

 

#aliabhatt snapped

A post shared by Viral Bhayani (@viralbhayani) on

 

 

A post shared by APPEARANCES (@appearances.in) on

তাহলে বুঝতেই পারছেন তো এখানে মিঞা ও বিবি মানে রণবীর-আলিয়া দুজনেই রাজি। এখন শুধুই সানাই বাজার অপেক্ষা।

.