টেলিপাড়ার ভোটে ধাক্কা বিজেপিপন্থীদের, সব প্যানেলেই অব্যাহত শাসকপন্থীদের দাপট

ফোরামের সাধারণ সম্পাদক পদে জিতলেন অরিন্দম গঙ্গোপাধ্যায়। কার্যকরী সভাপতি হলেন শঙ্কর চক্রবর্তী

Updated By: Feb 10, 2020, 08:08 PM IST
টেলিপাড়ার ভোটে ধাক্কা বিজেপিপন্থীদের, সব প্যানেলেই অব্যাহত শাসকপন্থীদের দাপট

নিজস্ব প্রতিবেদন: টালিগঞ্জে টেলিভিশন পাড়ার রাশ থাকবে কার দখলে, নির্ধারিত হয়ে গেল এবার।  রবিবার আর্টিস্ট ফোরামের নির্বাচনে দাঁত ফোটাতে পারল না বিজেপিপন্থীরা। সব জায়গাতেই অব্যাহত শাসকপন্থীদের দাপট।

ফোরামের সাধারণ সম্পাদক পদে জিতলেন অরিন্দম গঙ্গোপাধ্যায়। কার্যকরী সভাপতি হলেন শঙ্কর চক্রবর্তী। সহ সভাপতির পদে পরান বন্দ্যোপাধ্যায়, জিত্ এবং সোহম। যুগ্ম সম্পাদক হলেন সপ্তর্ষি রায়, শান্তিলাল মুখার্জি। সহকারী সম্পাদক পদে জিতলেন দেবদূত ঘোষ,রানা মিত্র। কোষাধ্যক্ষ  তাপস চক্রবর্তী,সহকারী কোষাধ্যক্ষ সোহন বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন- বাজেট বক্তৃতা লাইভ, আর রাজ্যপালের ভাষণে সেন্সরশিপ? ফের তোপ ধনখড়ের

লড়াইটা যেন জনপ্রিয় ধারাবাহিক শ্রীময়ী-র ননদাইয়ের সঙ্গে ধারাবাহিক কৃষ্ণকলি-র বাবার। তবে শেষ হাসি হাসলেন কৃষ্ণকলির বাবাই।  নতুন কার্যকরী সভাপতি হলেন শঙ্কর চক্রবর্তী তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ভরত কলকে হারিয়ে দিলেন ৮৬ ভোটে। ভরত কল পেলেন ৬০৬টি ভোট। শঙ্কর চক্রবর্তী পেলেন ৬৯২ ভোট।

টেলিপাড়ার এই ভোটে দাঁতই ফোটাতে পারেননি বিজেপিপন্থীরা। অঞ্জনা বসু পেলেন মাত্র ২৯৫ ভোট। আরেক প্রার্থী পার্থসারথি দেব পেয়েছেন ২২৪ ভোট।  সব প্যানেলেই অব্যাহত শাসকপন্থীদের দাপট।

আরও পড়ুনCAA পাস হওয়ার পর এবার রাজ্যে আসছেন অমিত শাহ

আর্টিস্ট ফোরামের নতুন মুখ হয়ে আসায় শঙ্কর চক্রবর্তীকে অভিনন্দন জানিয়েছেন ভরত কল। সংসদীয় নির্বাচনের পদ্ধতিতে গোপন ব্যালটে ভোট নেওয়া হয়। ফোরামের আড়াই হাজার সদস্য ভোটদানে অংশ নেন। নির্বাচন ঘিরে উত্সাহ ও উত্তেজনা ছিল চোখে পড়ার মতো।

তিনটি পদে প্রতিদ্বন্দ্বিতা হয়নি। সভাপতি পদে বহাল সৌমিত্র চট্টোপাধ্যায়। কোষাধ্যক্ষ ও সহ সহ কোষাধ্যক্ষ পদে বহাল তাপস চক্রবর্তী ও সোহন বন্দ্যোপাধ্যায়।

.