"আবার ব্যোমকেশ"এর ওয়েবসাইট প্রকাশ `২৪ ঘণ্টা`য়

ব্যোমকেশ বক্সীর নতুন ছবির কাউন্ট-ডাউন শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। বৃহস্পতিবার পরিচালক অঞ্জন দত্ত উদ্বোধন করলেন এই ছবির ওয়েবসাইট "byomkesh.dagcmedia.com"। ২৪ ঘণ্টার স্টুডিওতে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন আবির চ্যাটার্জি, শাশ্বত চট্টোপাধ্যায়, উষসী চক্রবর্তী এবং সুজন মুখোপাধ্যায়।

Updated By: Mar 10, 2012, 10:08 PM IST

ব্যোমকেশ বক্সীর নতুন ছবির কাউন্ট-ডাউন শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। বৃহস্পতিবার পরিচালক অঞ্জন দত্ত উদ্বোধন করলেন এই ছবির ওয়েবসাইট "byomkesh.dagcmedia.com"। ২৪ ঘণ্টার স্টুডিওতে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন আবির চ্যাটার্জি, শাশ্বত চট্টোপাধ্যায়, উষসী চক্রবর্তী এবং সুজন মুখোপাধ্যায়।
২০১০-এ `আদিম রিপু` দিয়ে ব্যোমকেশ আবির চ্যাটার্জি ও অজিত শাশ্বত চট্টোপাধ্যায়কে বড়পর্দায় এনেছিলেন পরিচালক অঞ্জন দত্ত। ২ বছর পর সেই জুটিকে নিয়েই তৈরি করলেন `চিত্রচোর`। তবে এবারও গল্পের নামেই হচ্ছে না ছবির নাম। শরদিন্দু চট্টোপাধ্যায়-সৃষ্ট অমর চরিত্রকে নিয়ে অঞ্জন দত্তর নতুন ছবির নাম `আবার ব্যোমকেশ`। আদিম রিপুর মতই এই ছবিতেও সত্যবতীর ভূমিকায় অভিনয় করেছেন উষশী চক্রবর্তী। তবে অভিনেতারা এক থাকলেও বদলে গেছে `লুক`। এই ছবিতে সম্পূর্ণ নতুন চেহারায় ব্যোমকেশকে পর্দায় আনতে চলেছেন পরিচালক।
দীর্ঘ অসুস্থ থাকার পর মধুপুরে হাওয়া বদল করতে গিয়ে চুরি যাওয়া গ্রুপ ফোটোর রহস্য ভেদ করে ব্যোমকেশ। আর সেই রহস্য উদঘাটন করতে গিয়েই প্রকাশ্যে চলে আসে সমাজের উঁচুতলার একদল মানুষের নৈতিক অধঃপাতের ছবিটা। মুখোশ খসে সামনে আসে, আসল চেহারা। পর্দা সরে যায় অবৈধ সম্পর্কের উপর থেকে। আবির, শাশ্বত, উষশীর পাশাপাশি ছবিতে রয়েছেন চন্দন সেন, স্বস্তিকা মুখার্জি, বিশ্বজিত চক্রবর্তী, পীযুষ গাঙ্গুলি, কৌশিক সেন, সুদীপা বসু, নীল মুখার্জি ও কুনাল পাধি। ছবিটি প্রযোজনা করেছেন রানা সরকার। সঙ্গীত পরিচালনা করেছেন নীল দত্ত। মার্চ মাসে ২৩শে মুক্তি পাবে `আবার ব্যোমকেশ`। 'আবার ব্যোমকেশ'-র ওয়েবসাইট প্রকাশ অনুষ্ঠান দেখতে ক্লিক করুন নীচের লিঙ্কগুলিতে।

আবার ব্যোমকেশ লাইভ ১

আবার ব্যোমকেশ লাইভ ২

আবার ব্যোমকেশ লাইভ ৩

.