কালবৈশাখী উপেক্ষা করে আসানসোল দক্ষিণে নির্বাচনী প্রচারে Saayoni Ghosh

ঝড় উপেক্ষা করেই বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে হাত মেলাতে দেখা যায় সায়নীকে। 

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Apr 18, 2021, 02:31 PM IST
কালবৈশাখী উপেক্ষা করে আসানসোল দক্ষিণে নির্বাচনী প্রচারে Saayoni Ghosh

নিজস্ব প্রতিবেদন : ২৬ এপ্রিল আসানসোল দক্ষিণ কেন্দ্রে নির্বাচন। তার আগে শনিবার আসানসোলে ভোট প্রচারে বেরিয়েছিলেন সায়নী ঘোষ। বাড়ি বাড়ি ঘুরে ভোট প্রচারের মাঝেই ওঠে প্রবল কালবৈশাখী। ঝড় উপেক্ষা করেই বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে হাত মেলাতে দেখা যায় সায়নীকে। 

ঝড়ের মাঝে নির্বাচনী প্রচারের এক টুকরো ভিডিয়ো ফেসবুকে পোস্টও করেছেন আসানসোল দক্ষিণ কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী। ক্যাপশানে সায়নী লিখেছেন ''রোদের মতো ঝড়ও আমাদের বন্ধু''। যেখানে ঝড়ের মধ্যেই তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে দৌড়ে দৌড়ে মানুষের কাছে পৌঁছতে দেখা যাচ্ছে সায়নীকে।

আরও পড়ুন-খেলায় ব্যস্ত ছোট্ট যুবান,পাশ দিয়ে উঁকি দিল শুভশ্রীর জিলেটো

আরও পড়ুন-সন্তানসম পোষ্যকে হারালেন মিমি, ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে হার মানল চিকু

জানা যাচ্ছে, শনিবার সকালে আসানসোল দক্ষিণের তিরাট, বাগবাদাংড়া গ্রাম সহ বিভিন্ন কলোনি এলাকায় ঘুরে ঘুরে ভোট প্রচার করেন সায়নী। ওইদিনই বিকেলে রাধামদন পুর থেকে কুমারডি-র কোলিয়ারি এলাকা, চেলড, গঙ্গাদারিয়া গ্রামে রোড শো করেন সায়নী। মাঝে প্রবল ঝড়-বৃষ্টি শুরু হলে কিছুক্ষণের জন্য প্রচার থামিয়ে গাড়িতে উঠে যান। পর বৃষ্টি থামলে ফের শুরু হয় ভোট প্রচার। 

.