কার জন্য ক্রিসমাস 'স্পেশাল' হয়ে উঠল রচনার কাছে?

নিজস্ব প্রতিবেদন : 'বড়দিন'-এ নতুন ছবি শেয়ার করলেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই লিখলেন, ক্রিসমাসে বিশেষ এই বিষয়ের উপস্থিতি ছাড়া কিছুতেই যিশু দিবস পালন করতে পারতেন না। নিজের সোশ্যাল হ্যান্ডেলে এভাবে ক্রিসমাসে মনের কথা জানালেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন : বলিউড গায়িকা অলকা ইয়াগনিকের মেয়ের রিসেপশনের তারার মেলা, দেখুন

দেখুন সেই ছবি...

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

নিজের ইনস্টাগ্রামে যে ছবি শেয়ার করেন রচনা বন্দ্যোপাধ্যায়,সেখানে সবুজের মাঝে বসে থাকতে দেখা যাচ্ছে টলিউড অভিনেত্রীকে। আর সেখানেই জানান, প্রকৃতির মাঝে হাজির না হলে কিছুতেই ক্রিসমাসের দিনটি ভালভাবে কাটাতে পারতেন না। বাংলা টেলিভিশনের 'দিদি নম্বর ওয়ান'-এর 'দিদি'-র সেই ছবি ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল সাইটে।

যদিও ক্রিসমাসের এই ছবি ছড়িয়ে পড়ায়, এ বিষয়ে নিজে কোনও মন্তব্য করেননি রচনা বন্দ্যোপাধ্যায়।

English Title: 
Watch Rachana Banerjee's cristmas picture
News Source: 
Home Title: 

কার জন্য ক্রিসমাস 'স্পেশাল' হয়ে উঠল রচনার কাছে?

কার জন্য ক্রিসমাস 'স্পেশাল' হয়ে উঠল রচনার কাছে?
Yes
Is Blog?: 
No