প্রয়াত বিশিষ্ট আবৃত্তিকার প্রদীপ ঘোষ, শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

কোভিডে আক্রান্ত হয়ে চলে গেলেন প্রদীপ ঘোষ

Edited By: জয়িতা বসু | Updated By: Oct 16, 2020, 12:20 PM IST
প্রয়াত বিশিষ্ট আবৃত্তিকার প্রদীপ ঘোষ, শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন : প্রয়াত বিশিষ্ট আবৃত্তিকার প্রদীপ ঘোষ। যোধপুর পার্কে নিজের বাড়িতে প্রয়াত হন প্রদীপ ঘোষ। জানা যাচ্ছে, সম্প্রতি কোভিড ১৯-এ আক্রান্ত হন প্রদীপ ঘোষ। করোনায় আক্রান্ত হলেও, তাঁর শরীরে কোনও উপসর্গ ছিল না বলেই খবর।

বিশিষ্ট আবৃত্তিকার প্রদীপ ঘোষের প্রয়ানে শোক প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, ''বিশিষ্ট আবৃত্তিকার প্রদীপ ঘোষের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৭৮ বছর। বাচিক শিল্পের জগতে তিনি এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন। পাশাপাশি তথ্য ও সংস্কৃতি বিভাগে যুগ্ম তথ্য অধিকর্তা হিসাবে দক্ষতার সাথে কাজ করেছেন। পশ্চিমবঙ্গ সরকার তাঁকে ২০১৭ সালে কাজী সব্যসাচী পুরস্কার প্রদান করে। আমি প্রদীপ ঘোষের পরিবার-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।''

.