লেডি খানের ঘরোয়া সঙ্গীত
গত তিন বছর তাঁদের সম্পর্ক গোপন রেখেছিলেন বিদ্যা-সিদ্ধার্থ। কখনই একসঙ্গে ক্যামেরার সামনে আসেননি দুজন। মঙ্গলবার সঙ্গীতের আগে প্রথম বারের জন্য একসঙ্গে ক্যামেরার সামনে এলেন তাঁরা।
গত তিন বছর তাঁদের সম্পর্ক গোপন রেখেছিলেন বিদ্যা-সিদ্ধার্থ। কখনই একসঙ্গে ক্যামেরার সামনে আসেননি দুজন। মঙ্গলবার সঙ্গীতের আগে প্রথম বারের জন্য একসঙ্গে ক্যামেরার সামনে এলেন তাঁরা।
বিয়ের আগে কাল বিদ্যার বাড়িতে বসেছিল সঙ্গীতের আসর। বরাবরই টিনসেল টাউনের চলতি ট্রেন্ডের থেকে অনেক দূরে থাকা বিদ্যা এদিনও বেছে নিয়েছিলেন ঐতিহ্যশালী শাড়ি। সব্যাসাচি মুখার্জির ডিজাইন করা লাল, সোনালি ব্যাঙ্গালোর সিল্ক। সঙ্গে লম্বা হাতা ব্লাউজ। ডিজাইনার নয়, একেবারে খাঁটি ভারতীয় ডিজাইনের ভারী সোনার গয়না। কপালে টিপ, খোল চুল। এই ছিল বিদ্যার সাজ। সাদা সুতোর কাজ করা কূর্তা পাজামা পরেছিলেন সিদ্ধার্থ। সঙ্গীতের আগে বিদ্যার বাড়িতে ঢোকার মুখে হাসিমুখে ক্যামেরার সামনে হাত নাড়লেন বি-টাউনের তারকা জুটির তালিকায় নবতম সংযোজন।
আত্মীয়স্বজন, দুই পরিবারের ঘনিষ্ঠ ও বন্ধুবান্ধবরা উপস্থিত ছিলেন সঙ্গীতে। বিদ্যার সুপারহিট গানের মেডলির সঙ্গে নেচেছেন তাঁর তুতো ভাইবোনেরা। ডার্টি পিকচারের গান উহ্ লা লা-র সঙ্গে পা মিলিয়েছেন বিদ্যাও। আগমী ১৪ তারিখ মুম্বইয়ের চেম্বুর এলাকার একটি মন্দিরে গাঁটছড়া বাঁধবেন বিদ্যা-সিদ্ধার্থ।