মেহেন্দিতে বাঙালি বিদ্যা
বিদ্যা বালনের বাংলা প্রেম কারও অজানা নয়। কেরিয়ার শুরু বাংলা ছবি দিয়ে। বলিউডেও আত্মপ্রকাশ খাঁটি বাঙালি মেয়ে ললিতার চরিত্রে। কাহানির পর সেই প্রেম বেড়ে গেছে চতুর্গুণ। তার প্রমাণ পাওয়া গেল বিদ্যার মেহেন্দিতেও। রাসবিহারী মোড়ের মহারানির চায়ের চমকে পাগল বিদ্যা মেহেন্দিতে সেজেছিলেন আগাগোড়া পাক্কা বাঙালি হবু কনে।
বিদ্যা বালনের বাংলা প্রেম কারও অজানা নয়। কেরিয়ার শুরু বাংলা ছবি দিয়ে। বলিউডেও আত্মপ্রকাশ খাঁটি বাঙালি মেয়ে ললিতার চরিত্রে। কাহানির পর সেই প্রেম বেড়ে গেছে চতুর্গুণ। তার প্রমাণ পাওয়া গেল বিদ্যার মেহেন্দিতেও। রাসবিহারী মোড়ের মহারানির চায়ের চমকে পাগল বিদ্যা মেহেন্দিতে সেজেছিলেন আগাগোড়া পাক্কা বাঙালি হবু কনে।
বুধবার মুম্বইয়ের খার এলাকায় বিদ্যা বালনের বাড়িতে বসেছিল মেহেন্দির আসর। সব্যসাচি মুখার্জির ডিজাইনে কাঁচা হলুদ রঙের শাড়ি বিদ্যা পরেছিলেন একেবারে বাঙালি কায়দায়। সঙ্গে ঘটি হাতা ব্রোকেড ব্লাউজ। ফুলের গয়না। হাতে মেহেন্দিও পরেছিলেন কারুকাজবিহীন। বাঙালি আলতার কায়দায়। সম্পূর্ণ পারিবারিক পরিসরের মেহেন্দির অনুষ্ঠানে রেখার উপস্থিতি এনেছিল বলিউডি ছোঁয়া। বিদ্যার মেহেন্দির একমাত্র সেলিব্রিটি গেস্ট। বিদ্যার বহুদিনের ঘনিষ্ঠ রেখা পরেছিলেন সবুজ-রানি কাঞ্জিভরম। সঙ্গে সোনার গয়না।
মেহেন্দির আগে গত ১১ তারিখ বিদ্যার বাড়িতেই অনুষ্ঠিত হয়েছে সঙ্গীত। আগামিকাল চেম্বুরের শ্রী সুব্রমনিয়ম মন্দিরে তামিল ও পঞ্জাবি রীতি মেনে গাঁটছড়া বাঁধবেন বিদ্যা ও ইউটিভি ডিজনির সিইও সিদ্ধার্থ রয় কপুর।