প্রথম কমেডি নিয়ে নার্ভাস বিদ্যা

প্রথম ছবিতেই সেরা নবাগতার ফিল্মফেয়ার পুরস্কার। `ইশকিয়া`, `নো ওয়ান কিলড জেসিকা`, `কাহানি`তে দাপুটে অভিনয়। `ডার্টি পিকাচার`-এর জন্য জাতীয় পুরস্কার। গোটা ইন্ডাস্ট্রির কন্যারা যখন তাঁর দাপটে কেরিয়ার নিয়ে নার্ভাস হয়ে একেবারে নাকানি চোবানি খাচ্ছেন, তখন নাকি ভয় পাচ্ছেন স্বয়ং বিদ্যা বালন! এও নাকি সম্ভব।

Updated By: Oct 30, 2012, 09:39 PM IST

প্রথম ছবিতেই সেরা নবাগতার ফিল্মফেয়ার পুরস্কার। `ইশকিয়া`, `নো ওয়ান কিলড জেসিকা`, `কাহানি`তে দাপুটে অভিনয়। `ডার্টি পিকাচার`-এর জন্য জাতীয় পুরস্কার। গোটা ইন্ডাস্ট্রির কন্যারা যখন তাঁর দাপটে কেরিয়ার নিয়ে নার্ভাস হয়ে একেবারে নাকানি চোবানি খাচ্ছেন, তখন নাকি ভয় পাচ্ছেন স্বয়ং বিদ্যা বালন! এও নাকি সম্ভব।
রাজকুমার গুপ্তার `ঘনচক্কর` ছবিতে অভিনয় করতে চলেছেন বিদ্যা। আর সেই কথা ভেবেই এখন বেজায় নার্ভাস তিনি। জানালেন, "আমি নার্ভাস কারণ ঘনচক্কর আমার কমেডি ছবি। আমি সত্যিই দর্শকদের হাসাতে পারবো কি না তাই নিয়ে চিন্তিত আমি। এখন শুটিং চলছে। আর আমি সত্যিই প্রচুর খাটছি"।
উচ্চবিত্ত দর্শকদের থেকে মধ্যবিত্ত দর্শকদের জন্য তৈরি ছবিতেই কাজ করতেই বেশি উত্সাহী বিদ্যা। `কাহানি` ও `ডার্টি পিকচার`-এর সাফল্যও এসেছিল ছবি দুটি মধ্যবিত্ত দর্শককে আকৃষ্ট করেছিল বলেও মনে করেন তিনি। ছবিকে বাস্তব সমাজের আয়না হিসেবেই দেখতে চান বিদ্যা। তাঁর মতে, "এখন আর ছবি স্বপ্নপূরণের মাধ্যম নয়। দর্শক এখন অনেক বেশি ছবির সঙ্গে রিলেট করতে পারেন। তাঁদের গ্রহণযোগ্যতাও বেড়েছে। সব ছবিরই মানুষ এবং সমাজের ওপর একটা আফটার এফেক্ট থাকা উচিত"।

.