Raktabeej Teaser: ‘যুদ্ধ যখন ন্যায় অন্যায়ের...’ রাষ্ট্রপতি ভবনে ভিক্টর!

Abir Chatterjee-Mimi Chakraborty: বাংলা সিনেমার অন্যতম শক্তিশালী অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়। বহু বছর বাংলা ছবি থেকে দূরে এই প্রবাদপ্রতিম অভিনেতা। এবার সেই দূরত্ব মেটালেন পরিচালক নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়। পুজোয় মুক্তি পেতে চলেছে ভিক্টর অভিনীত ‘রক্তবীজ’। শুক্রবার প্রকাশ্যে টিজার।

Updated By: Aug 25, 2023, 08:09 PM IST
Raktabeej Teaser: ‘যুদ্ধ যখন ন্যায় অন্যায়ের...’ রাষ্ট্রপতি ভবনে ভিক্টর!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পুজোয় মুক্তি পাচ্ছে নন্দিতা রায়(Nandita Roy) ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের(Shiboprasad Mukherjee) ছবি ‘রক্তবীজ’(Raktabeej)। এই ছবির হাত ধরে বহু বছর পর বাংলা ছবিতে ফিরছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়(Victor Banerjee)। প্রায় ৯ বছর আগে পুজোর সময় ঘটে যাওয়া খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ড এবার উঠে আসবে বড়পর্দায়। এই প্রথম পুজোয় মুক্তি পাবে শিবপ্রসাদ-নন্দিতার ছবি। এই ছবির হাত ধরেই প্রথমবার জুটি বাঁধতে চলেছেন আবীর চট্টোপাধ্যায়(Abir Chatterjee) ও মিমি চক্রবর্তী(Mimi Chakraborty)। তবে এখানেই শেষ নয়, প্রথমের তালিকা বেশ দীর্ঘ। এটিই প্রথম বাংলা ছবি, যার কিছু দৃশ্য শ্যুট হয়েছে রাষ্ট্রপতি ভবনে(Rashtrapati Bhavan)। শুক্রবার প্রকাশ্যে এল এই ছবির প্রথম টিজার।

আরও পড়ুন- Ankush Hazra | Priyanka Sarkar: ‘শুধু ভালোবাসাই মানুষের ধর্ম!’ 'কুরবান'-এর ফার্স্টলুকে নজরকাড়া অঙ্কুশ-প্রিয়াঙ্কা

টিজারের শুরুতেই দেখা গেল রাতের রাষ্ট্রপতি ভবনের দৃশ্য। সেই ভবনের ভিতরে ভিক্টর বন্দ্যোপাধ্যায়। স্ক্রিনে ভেসে উঠল এই হেমন্তেই বাংলা ছবির হাত ধরে ফিরছে ভিক্টররাজ। সারা ভারতের অন্যতম সম্পদ অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়কে ফিরিয়ে আনছেন নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়। দেখা গেল দুর্গাপ্রতিমার আরতির দৃশ্য, পাশাপাশি অ্যাকশন করতে দেখা গেল মিমি ও আবীরকে। টিজারের শেষে ভিক্টরের মুখে শোনা গেল, ‘যুদ্ধ যখন ন্যায় অন্যায়ের তখন ক্ষমা আর পরম ধর্ম থাকে না, দুর্বলতার চিহ্ন হয়’।

টিজার পোস্ট করে পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় লেখেন, ‘শিউলি ফুলে গন্ধ বারুদের কণ্ঠ অবরুদ্ধ পেরিয়ে একরাশ আলো আর ধোঁয়া দেখে এলাম রক্তবীজের যুদ্ধ। উইনডোজ এবং সঞ্জয় আগরওয়াল নিবেদিত, উইনডোজ প্রযোজিত রক্তবীজ আসছে ১৯শে অক্টোবর। বাংলা, উড়িয়া, অসমীয়া এবং হিন্দি ভাষায়।পুজোয় এবার পুজোর ছবি।’ কিছুদিন আগেই প্রকাশ পেয়েছিল এই ছবির পোস্টার। বেআইনি বিস্ফোরণ, সন্ত্রাসমূলক কাণ্ডের পরিকল্পনা, পশ্চিমবঙ্গ, দঙ্গিহানা, গ্রেফতার, বদলা, সংশোধনাগার সহ বেশ কিছু শব্দ দিয়ে তৈরি করা হয়েছে একটি মুখের আদল। এবার প্রকাশ্যে টিজার।

প্রসঙ্গত, ২ অক্টোবর, ২০১৪, মহাষ্টমীর দিনে বর্ধমানের খাগড়াগড় এলাকার একটি দ্বিতল ভবনে একটি বিস্ফোরণ ঘটে। স্থানীয়রা পুলিসকে খবর দিলে পুলিস দ্রুত ব্যবস্থা নেয়। পুলিস এসে হাজির হলে সেই বিল্ডিংয়ের ভেতরে থাকা দুই মহিলা তাদের প্রবেশে বাধা দেয়, ভবন উড়িয়ে দেওয়ার হুমকি দেয় এবং বেশ কিছু নথিপত্রও নষ্ট করে দেয়। তাদের গ্রেফতার করা হয় এবং পুলিস ওই বাড়িতে ৫০টির বেশি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস উদ্ধার করে। খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ড, পশ্চিমবঙ্গের ইতিহাসে একটি অবিস্মরণীয় ঘটনা, যা এই বাংলায় প্রবল প্রভাব ফেলে। এবার শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের পরিচালনায় সেই ঘটনা উঠে আসতে চলেছে বড়পর্দায়।

আরও পড়ুন- Telly Academy Awards 2023: সেরা গীতিকার, ‘জগদ্ধাত্রী’-র জন্য টেলি অ্যাকাডেমি মমতার…

ছবি প্রসঙ্গে শিবপ্রসাদ মুখোপাধ্যায় বলেন, “রক্তবীজ দুর্গা পূজার পটভূমিতে নির্মিত একটি চলচ্চিত্র। তাই নন্দিতাদি এবং আমি পুজোয় ছবিটি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এটি আমাদের প্রথম পরিচালনা যা মুক্তি পাবে পুজোয়। তাই আমরা অত্যন্ত উত্তেজিত। রাষ্ট্রপতি ভবনে শ্যুটিংয়ের অভিজ্ঞতা শেয়ার করে জি ২৪ ঘণ্টা ডিজিটালকে পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় জানিয়েছিলেন, “বিজয় চৌকের সামনে আমরা আর উল্টোদিকে রাষ্ট্রপতি ভবন। আলোকিত। স্বপ্নের মত দেখাচ্ছে। ক্যামেরা পাতা হল। শুটিং শুরু হবে। আমি প্রতীপ, আমার সিনেমাটোগ্রাফারকে বললাম, ‘আর চার মিনিট দেখাচ্ছে বৃষ্টি শুরু হতে, যদি একটা শটও নিতে পারি, তবে সেটাই ইতিহাস হবে’। শুটিং শুরু হল। ঐতিহাসিক মুহুর্ত। বোধ হয় প্রথমবার বাংলা সিনেমার ইতিহাসে রাষ্ট্রপতি ভবনের দৃশ্য দেখা যাবে”।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.