'মাই নেম ইজ খান' পুরস্কারের জন্য মনোনীত না হওয়ায় হুমকি ফোন করণের, বিস্ফোরক তথ্য ফাঁস
সম্প্রতি বলিউডের পরিচালক, প্রযোজকের বিরুদ্ধে এমনই অভিযোগ করেছেন বর্ষীয়ান সাংবাদিক।
নিজস্ব প্রতিবেদন : ঝকঝকে আলো, আর গ্ল্যামারের পিছনে রয়েছে কঠিন বাস্তব। সম্প্রতি এবিষয়ে মুখ খুলেছেন এক বর্ষীয়ান সাংবাদিক। 'মাই নেম ইজ খান' কেন কোনও পুরস্কারের জন্য মনোনীত হয়নি? এই প্রশ্ন তুলে একপ্রকার ফোনে হুমকি দিয়েছিলেন ছবির পরিচালক করণ জোহর। সম্প্রতি বলিউডের পরিচালক, প্রযোজকের বিরুদ্ধে এমনই অভিযোগ করেছেন বর্ষীয়ান সাংবাদিক।
সাংবাদিকের কথায়, ''এরকমটা প্রায় প্রত্যেক বছরই কিছু না কিছু ঘটে। ২০১০ মুক্তি পেয়েছিলেন করণ জোহরের ছবি মাই নেম ইজ খান। ছবিটি বক্স অফিসে সুপার হিটও হয়েছিল। পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছিল ২০১১ সালে। তবে ওই পুরস্কার অনুষ্ঠানের জন্য মাই নেম ইজ খান কোনও নমিনেশনে ছিল না। সেটা ঠিক ভুল আমি বলতে পারবো না। কারণ আমি অনুষ্ঠানের সঙ্গে জড়িত থাকলেও জুরি সদস্য ছিলাম না।''
বর্ষীয়ান সাংবাদিক আরও জানান, ''জুরি সদস্যদের মাথায় ছিলেন অমল পালেকর। হতে পারে ওনার ছবিটি পছন্দ হয়নি। ওই অনুষ্ঠানের সঞ্চালক ও পারফর্মার ছিলেন শাহরুখ খান। সমস্যা শুরু হয়েছিল অ্যাওয়ার্ড অনুষ্ঠানের ঠিক তিনদিন আগে। অনুষ্ঠান বয়কটের হুমকি দেওয়া হয়। যদিও শাহরুখের কাছ থেকে আমি কখনওই এমন কিছু পাইনি। তবে ওই সিনেমার সঙ্গে যুক্ত বিভিন্ন লোকজন আমায় ফোন করতে থাকেন। করণ জোহরও ফোন করে একপ্রকার হুমকিই দিয়েছিলেন। ''
এখানেই শেষ নয়, ২০১৩ সালে 'জিন্দেগি না মিলেগি দোবারা' ছবিটি সেরা ছবি নির্বাচিত হলেও সেরা পরিচালকের পুরস্কার পান নি জোয়া আখতার। সেরা পরিচালক হয়েছিলেন, 'ডার্টি পিকচার'-এর পরিচালক মিলন লুথরিয়া। আর এই কারণেই ওই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দেননি জোয়া আখতার। যদিও আমার সঙ্গে সম্পর্ক ভালো থাকার জন্য অনুষ্ঠানে এসেছিলেন ফারহান আখতার। তবে তিনি মঞ্চে ওঠেননি।
আরও পড়ুন-৩৫ পা, স্বামী ও সন্তানদের সঙ্গে জন্মদিন সেলিব্রেশনের নানান ছবি পোস্টর ডিম্পির