Tarun Majumdar Heath Update: আজ ফের হিমোডায়ালিসিস তরুণ মজুমদারের, এখন কেমন আছেন বর্ষীয়ান পরিচালক?
বৃহস্পতিবারই তরুণ মজুমদারকে হিমোডায়ালিসিস দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই মতোই আজ দ্বিতীয়বার হিমোডায়ালিসিস হবে তাঁর।
মৈত্রেয়ী ভট্টাচার্য: এখনও সঙ্কটজনক বর্ষীয়ান পরিচালক তরুণ মজুমদার (Tarun Majumdar)। শুক্রবার দ্বিতীয় হিমোডায়ালিসিস হবে তাঁর। এরপর যদি পরিচালকের স্বাস্থ্যোন্নতি আশানুরূপ হয়, তাহলে গলায় পরানো টিউব খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবেন চিকিৎসকেরা। বৃহস্পতিবারই তরুণ মজুমদারকে হিমোডায়ালিসিস দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই মতোই আজ দ্বিতীয়বার হিমোডায়ালিসিস হবে তাঁর।
এই মুহূর্তে এসএসকেএম হাসপাতালে আইসিইউ-তে ভর্তি ‘দাদার কীর্তি’র স্রষ্টা। কিডনি, ফুসফুসের সমস্যা-সহ একাধিক বার্ধক্যজনিত সমস্যায় ভুগছেন পরিচালক। তাঁর শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন টলিউড। সঙ্কটজনক হলেও বর্তমানে স্থিতিশীল রয়েছেন বিশিষ্ট পরিচালক তরুণ মজুমদার। ৯২ বছর বয়সি অসুস্থ পরিচালককে দেখতে বৃহস্পতিবার হাসপাতালে যান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তাঁর অক্সিজেনের চাহিদা আগের তুলনায় কিছুটা কমেছে বলে জানা গিয়েছে। রক্তচাপও অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে তাঁর। কিন্তু এরপরেও আচ্ছন্নভাব অনেকটাই বেড়ে গিয়েছে তরুণ মজুমদারের। এই ঘটনাই চিন্তায় রেখেছে চিকিৎসকদের। এখনও পর্যন্ত অক্সিজেন সাপোর্টেই রয়েছেন কিংবদন্তি পরিচালক। শুরুতে চিকিৎসকরা অক্সিজেন নল খোলবার কথা ভেবেছিলেন, কিন্তু মেডিক্যাল বোর্ড সিদ্ধান্ত নেয় আপাতত অক্সিজেন চলবে।
আরও পড়ুন, Mimi Chakraborty: এরাজ্যে নেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা যায়, ওয়েব সিরিজ দেখে টুইট মিমির