Cyber Crime in Tollywood: ফোন হ্যাকড সৌরভের, টাকা না দিলে নোংরা ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি তরুণকুমারের নাতিকে...
Cyber Crime in Tollywood: সৌরভ সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘আমার ফোনে দুদিন ধরে একটা হোয়াটস অ্যাপ কল আসছে, যেখানে আমায় বলা হচ্ছে যে আমি নাকি ৩৫০০ টাকা লোন নিয়েছি, সেটা ফেরত দিতে হবে। না হলে, আমার ফোনের কনট্যাক্টস হ্যাক হয়ে গেছে। ওরা ওই নম্বরে নোংরা ছবি পাঠাবে, ভুল ভাল বলবে এবং সেটা কিছু মানুষের কাছে গেছেও।'
Cyber Crime in Tollywood, অনুসূয়া বন্দ্যোপাধ্যায়: সাইবার ক্রাইমের শিকার তরুণ কুমারের নাতি অভিনেতা সৌরভ বন্দ্যোপাধ্যায়। এদিন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন অভিনেতা। তাঁর অভিযোগ যে, টাকার জন্য তাঁকে ফোনে হুমকি দেওয়া হচ্ছে। এমনকী তাঁর নম্বর হ্যাক করে, তাঁর কনট্যাক্ট লিস্টের অন্যান্য ব্যক্তিদের নোংরা মেসেজও পাঠানো হচ্ছে বলে অভিযোগ করেন অভিনেতা। ইতোমধ্যেই পুলিসের দ্বারস্থ হয়েছেন তিনি।
আরও পড়ুন- Monami Ghosh Photo: নেটপাড়ার কটাক্ষকে বুড়ো আঙুল! নারী দিবসে স্বচ্ছ বিকিনিতে আরও বোল্ড মনামী...
সৌরভ সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘আমার ফোনে দুদিন ধরে একটা হোয়াটস অ্যাপ কল আসছে, যেখানে আমায় বলা হচ্ছে যে আমি নাকি ৩৫০০ টাকা লোন নিয়েছি, সেটা ফেরত দিতে হবে। না হলে, আমার ফোনের কনট্যাক্টস হ্যাক হয়ে গেছে। ওরা ওই নম্বরে নোংরা ছবি পাঠাবে, ভুল ভাল বলবে এবং সেটা কিছু মানুষের কাছে গেছেও। লালবাজারকে জানানো হয়েছে, ওঁরা স্টেপ নিচ্ছেন। আমার কনট্যাক্ট লিস্টে যাঁরা আছে তাঁরা এরকম কোনও মেসেজ পেলে গুরুত্ব দেবেন না। ব্লক করলেও অন্য নম্বর থেরে ওরা করছে যেগুলো সবটাই কম্পিউটারাইজড নম্বর। তাই কাউকে কোনও রিপ্লাই দেবেন না।’
সৌরভ জানান যে, শ্যুটিংয়ের মাঝে বারংবার তাঁর কাছে ফোন আসছে। তাঁকে টাকা দিতে বলা হচ্ছে আর হুমকি দিয়ে বলা হচ্ছে যে, টাকা না দিলে তাঁর সঙ্গে কী করা হবে, তা তিনি ভাবতেও পারবেন না। হিন্দিতে লেখা হুমকি মেসেজ পাচ্ছেন অভিনেতা। প্রথমে লিখিত মেসেজ পাঠালেও পরে ভয়েস মেসেজ পাঠাতে শুরু করে। বিষয়টিকে প্রথমে গুরুত্ব দেননি অভিনেতা। কিন্তু পরে তাঁকে পুরো কনট্যাক্ট লিস্ট পাঠায় হ্যাকাররা। সেটা দেখেই হতবাক সৌরভ। এমনকী তাঁকে একটি ছবিও পাঠানো হয় বিকৃত করে। সেই ছবিতে লেখা ছিল, ‘আমি সৌরভ বন্দ্যোপাধ্যায়। আমি এক জন যৌনকর্মী। আমি ওই ইন্ডাস্ট্রিতে কাজ পেতে চাই। আমার টাকা দরকার’। সেই মেসেজটি শুধু সৌরভ নয়, তাঁর কনট্যাক্টের বেশ কিছু নম্বরেও পাঠানো হয়েছে সেই বার্তা। এরপরেই পুলিসের দ্বারস্থ হয়েছেন সৌরভ।