৮৪ দাঙ্গা মামলায় বচ্চনকে সমন পাঠাল মার্কিন আদালত

একটি মানবাধিকার মামলায় ১৯৮৪-র দাঙ্গা নিয়ে অমিতাভ বচ্চনকে সমন পাঠাল আমেরিকার একটি আদালত। শিখ সম্প্রদায়ের অধিকার রক্ষার একটি  সংগঠনের তরফে পেশ করা মামলায় এই সমন পাঠানো হয়েছে বিগ-বিকে।

Updated By: Oct 28, 2014, 02:02 PM IST
৮৪ দাঙ্গা মামলায় বচ্চনকে সমন পাঠাল মার্কিন আদালত

ওয়েব ডেস্ক: একটি মানবাধিকার মামলায় ১৯৮৪-র দাঙ্গা নিয়ে অমিতাভ বচ্চনকে সমন পাঠাল আমেরিকার একটি আদালত। শিখ সম্প্রদায়ের অধিকার রক্ষার একটি  সংগঠনের তরফে পেশ করা মামলায় এই সমন পাঠানো হয়েছে বিগ-বিকে।

মার্কিন একটি জেলা আদালত আমেরিকারই একটি শিখ সংগঠনের পক্ষ থেকে করা মামলায় এই সমন পাঠিয়েছে। অভিযোগকারীদের মধ্যে দু'জন শিখ দাঙ্গার আক্রান্তও রয়েছেন। তাঁদের  মধ্যে একজন দিল্লিতে থাকেন, অপরজন বর্তমানে মার্কিন মুলুকের নিবাসী।

আদালত নির্দেশ দিয়েছে ২১ দিমের মধ্যে জবাব দিতে হবে অমিতাভ বচ্চনকে। ৩৫ পাতার অভিযোগ পাত্রে বচ্চন সাহাবের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। অভিযোগ, প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর উসকানি মূলক মন্তব্য করেছিলেন অভিমাত বচ্চন। সেই থেকেই আগুন দাঙ্গায় পরিণত হয়ে যায়।

 

 

 

.