Urfi Javed : নগ্ন শরীর, বিছানায় শুয়ে লাল টেপে লজ্জা ঢাকলেন উর্ফি...
নাম তাঁর উর্ফি। পোশাক নিয়ে রোজই নিত্য নতুন পরীক্ষা-নিরীক্ষা করতে থাকেন বি-টাউনের সাম্প্রতিক কালের ফ্যশনিস্তা। রোজই কিছু না কিছু নতুন ধরনের পোশাক আবিষ্কার করতে থাকেন উর্ফি। কখনও ব্লেড, কখনও কাচ, কখনও আবার চকোলেট দিয়ে বানানো পোশাক পরে দিব্যি ঘুরে বেড়ান। পোশাক নিয়ে নিত্য নতুন পরিকল্পনায় উর্ফির জুড়ি মেলা ভার। সে তো না হয় হল, কিন্তু এবার এ কী করলেন উর্ফি!
Urfi Javed, Red Tapes, জি ২৪ ঘণ্টা ডিজিট্যাল ব্যুরো : নাম তাঁর উর্ফি। পোশাক নিয়ে রোজই নিত্য নতুন পরীক্ষা-নিরীক্ষা করতে থাকেন বি-টাউনের সাম্প্রতিক কালের ফ্যশনিস্তা। রোজই কিছু না কিছু নতুন ধরনের পোশাক আবিষ্কার করতে থাকেন উর্ফি। কখনও ব্লেড, কখনও কাচ, কখনও আবার চকোলেট দিয়ে বানানো পোশাক পরে দিব্যি ঘুরে বেড়ান। পোশাক নিয়ে নিত্য নতুন পরিকল্পনায় উর্ফির জুড়ি মেলা ভার। সে তো না হয় হল, কিন্তু এবার এ কী করলেন উর্ফি!
গায়ে সুতোর লেশ মাত্র নেই। বিছানায় শুয়ে শুধু মাত্র লাল রঙের টেপ দিয়েই লজ্জা ঢাকলেন উর্ফি জাভেদ। পোশাকের সঙ্গে মিলিয়ে লাল লিপস্টিকে নিজের ঠোঁট রাঙিয়েছেন উর্ফি। তাঁর এমন কাণ্ডকারখানায় তাজ্জব নেটপাড়া। কেউ লিখেছেন, 'মুখেও টেপ লাগিয়ে নিতে পারতেন।' কেউ বিস্মিত হয়ে লিখেছেন, 'টেপ, আমি তো কখনও ভাবতেই পারি না, এতো কামাল হয়ে গেল!' কেউ মজা করে লিখেছেন, 'তাই ভাবছি, আমার বাড়ির টেপ কে নিয়ে গেল!'
সম্প্রতি পোশাকের জন্য নেটনাগরিকরা উর্ফিকে আক্রমণ করে বলেন, 'নিজেকে আর কতটা নিচে নামাবেন! তারই উত্তরে আরও খোলামেলা পোশাকে ছবি দিয়ে ইনস্টাগ্রাম উর্ফি লেখেন, 'যে মহিলারা টাকার লোভে কিংবা বিনা পয়সায় গুচি ব্যাগ পাওয়ার লোভে জেলে যায়। আবার কিছু বিবাহিত পুরুষ তাঁদের হাঁটুর বয়সী মেয়েদের সঙ্গ চায়, তাঁর পুরুষদের বিভ্রান্ত হওয়ার জন্য মহিলাদের পোশাককে দোষ দেন। হ্যাঁ, তাঁরা অবশ্যই আমার থেকে অনেক বেশি সম্মানীয়-ই বটে। কিছু অসম্মানজনক ছবি রইল, উপভোগ করুন।' উর্ফির এই লেখা পড়ে বেশ বোঝা যায়, তিনি নাম না করে ২০০ কোটির আর্থিক তছরুপের মামলায় নাম জড়়ানোর কারণে জ্যাকলিন ফার্নান্ডেজ ও নোরা ফতেহিকে তোপ দেগেছেন।
এদিকে যে যতই উর্ফির সমালোচনা করুন না কেন, সানি কিন্তু উর্ফিকে বেশ পছন্দই করছেন। সানি লিওনের কথায়, 'উর্ফি যা কিছু তৈরি করছেন, তা নিয়ে যতই সমালোচনা হোক, তা অসাধারণ। উনি যে সমস্ত পোশাক তৈরি করছেন, তা দিয়েই বুঝিয়ে দিচ্ছেন, উনি সকলের থেকে কেন আলাদা। আমি যেমনটা চাই, তেমনটাই পোশাক পরি, যেমনটা চাই তেমনভাবে কথা বলি, আমি কী বলতে চাইছি সেটা গুরুত্বপূর্ণ, তা কেউ পছন্দ করুন, নাইবা করুক। যে যাই বলুক, আমার মনে হয় ও অসাধারণ।'