Arun Roy Demise: বছরশুরুতেই শোকের ছায়া! মারণরোগের সঙ্গে লড়াই শেষ, প্রয়াত জনপ্রিয় পরিচালক...

বছর শুরুতেই শোকের ছায়া। প্রয়াত টলিউডের অন্যতম জনপ্রিয় পরিচালক অরুণ রায়। আজ সকাল সাতটা নাগাদ আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয় তাঁর। 

Updated By: Jan 2, 2025, 10:00 AM IST
Arun Roy Demise: বছরশুরুতেই শোকের ছায়া! মারণরোগের সঙ্গে লড়াই শেষ, প্রয়াত জনপ্রিয় পরিচালক...

অর্কদীপ্ত মুখোপাধ্যায়: বছর শুরুতেই শোকের ছায়া। প্রয়াত টলিউডের অন্যতম জনপ্রিয় পরিচালক অরুণ রায়। আজ সকাল সাতটা নাগাদ আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয় তাঁর। গত শনিবার ২১ ডিসেম্বর তাঁকে ফুসফুসে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি করানো হয়। বেলা ১১টার সময় পরিচালককে হাসপাতাল থেকে বের করা হবে বলে জানা গিয়েছে।

আগেই জানা গিয়েছিল, গত এক বছর ধরে মারণ রোগ ক্যানসারে ভুগছেন তিনি। খাদ্যনালীতে ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি। আর সেই কারণেই তাঁকে হাসপাতালে ফের ভর্তি করানো হয়। শনিবার থেকে আইসিইউতে বাইপ্যাপ ব্যবস্থার সাহায্যে রাখা হয়েছিল পরিচালককে। রবিবার পরিচালকের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন অভিনেতা দেব।  সে দিনও তিনি বেশি কথা বলতে পারেননি।

আরও পড়ুন:Bangaon: সিভিক ভল্যান্টিয়ারকে পিষে দিল বেপরোয়া ট্রাক, হাসপাতালে নিয়ে যেতেই লাগল ২ ঘণ্টা!

আরও জানা যায়, গত কয়েকদিন থেকে পরিচালকের অবস্থার চরম অবনতি শুরু হয়। ভেন্টিলেশনে লাইফ সাপোর্ট সিস্টেমে রাখা হয়েছিল তাঁকে। সময়ের সঙ্গে সঙ্গে তাঁর অবস্থার আরও খারাপ হতে থাকে। ফুসফুসের সংক্রমণ আরও বেড়ে ওঠে।

২০২৩-এ মুক্তি পেয়েছিল অরুণ রায় পরিচালিত, দেব অভিনীত ছবি 'বাঘাযতীন'। শারীরিক অসুস্থতা নিয়েই এই ছবির প্রচার করেছিলেন তিনি।  

অন্যদিকে, ২০১১ সালে ‘এগারো’ ছবির সঙ্গে ইন্ডাস্ট্রিতে আত্মপ্রকাশ পরিচালক অরুণ রায়ের। ‘হীরালাল’ দিয়েই সিনেপ্রেমীদের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি। এই সিনেমা দিয়েই খ্যাতি পান ডাক্তার অভিনেতা কিঞ্জল নন্দ। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কিঞ্জল। ফেসবুকে লিখেছেন, 'হীরালাল... ভাল থেকো।' স্বাভাবিকভাবেই বাংলা সিনেমার এক খ্যাতনামা পরিচালককে হারিয়ে শোকস্তব্ধ কলাকুশলীরা।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.