গাছে বাঁধা টায়ারে দোল খাচ্ছেন, ছোটবেলায় ফিরে গেলেন Mimi Chakraborty
শ্যুটিংয়ে গিয়ে বেশ কয়েকজন ক্ষুদের সঙ্গে খেলায় মেতে উঠলেন সাংসদ, অভিনেত্রী।
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_98x58/public/2019/01/29/172472-ranita871263.jpg?itok=qJAr6qVx)
![গাছে বাঁধা টায়ারে দোল খাচ্ছেন, ছোটবেলায় ফিরে গেলেন Mimi Chakraborty গাছে বাঁধা টায়ারে দোল খাচ্ছেন, ছোটবেলায় ফিরে গেলেন Mimi Chakraborty](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/09/21/346749-7f61f3e2-6abc-4c6b-a120-f6ea43dcd922.jpg)
নিজস্ব প্রতিবেদন : এক ঝটকায় শৈশব ফিরে পেলেন সাংসদ, অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। শ্যুটিংয়ে গিয়ে বেশ কয়েকজন ক্ষুদের সঙ্গে খেলায় মেতে উঠলেন সাংসদ, অভিনেত্রী। সেই ছবি উঠে এসেছে মিমির সোশ্যাল মিডিয়ায়।
গাছে দড়ি ঝুলিয়ে টায়ার বাঁধা, আর সেই ঝুলন্ত টায়ারের মধ্যে বসে দিব্যি দোল খেতে শুরু করেছিলেন মিমি (Mimi Chakraborty)। তাঁকে ঘিরে দাঁড়িয়ে থাকতে দেখা গেল বেশ কয়েকজন শিশুকে। লেন্সবন্দি এমনই সুন্দর মুহূর্ত পোস্ট করে মিমি লিখেছেন, ''আমার অন্তরের শিশু মনের বয়স এখনও বাড়েনি।'' সঙ্গে লিখেছেন, ''যাঁরা আমায় চেনেন, তাঁরা এটা খুব ভালো করেই জানেন।''
আরও পড়ুন-Dementia-য় আক্রান্ত, ছেলের কাছ থেকে একটু সময় চেয়েছিলেন বাবা, আবেগতাড়িত মীর
ছবির শ্যুটিংয়ে বেশকিছুদিন ধরে বোলপুরে ছিলেন সাংসদ, অভিনেত্রী। শ্যুটিংয়ের ফাঁকে গ্রাম-বাংলার মেঠো সুরে নিজেকে মিশেয়ে সেখানকারই কিছু ক্ষুদের সঙ্গে মিশে গিয়েছিলেন তিনি। ছোটবেলায় ফিরে যেতে কে না চায়! তাই মিমিও এমন সুযোগ হাতছাড়া করেননি। প্রসঙ্গত, খুব শীঘ্রই অরিন্দম শীলের 'খেলা যখন' ছবিতে অর্জুন চক্রবর্তীর বিপরীতে দেখা যাবে মিমি (Mimi Chakraborty)কে।