নেপাল থেকে ২৪৭ জন পরিযায়ী শ্রমিককে ফেরালেন দেব

নিজস্ব প্রতিবেদন : ফের পরিযায়ী শ্রমিকদের ত্রাতা হয়ে উঠলেন সাংসদ, অভিনেতা দেব। নেপাল থেকে ফেরালেন ২৪৭ জন পরিযায়ী শ্রমিককে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অন্যান্য আধিকারিকদের সহযোগিতা ছাড়া একাজ সম্ভব ছিল না বলে জানালেন দেব।

দেব নিজেই পরিযায়ী শ্রমিকদের নেপাল থেকে ফিরিয়ে আনার খবর টুইটারে জানিয়েছেন। লিখেছেন, ''২০০জনেরও বেশি শ্রমিককে নেপাল বর্ডার থেকে ঘাটালে সুরক্ষিতভাবে পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। এজন্য আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ও তাঁর টিমের সদস্যদের ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি, দার্জিলিঙের CS, DM, গৌতম সান্যাল সহ অন্যান্যদেরও ধন্যবাদ জানাচ্ছি।''

আরও পড়ুন-পরিযায়ী শ্রমিকদের নিয়ে কেন তারকারা মুখ খোলেন না? ক্ষোভ উগড়ে দিলেন দেব

দেব এবিষয়ে Zee ২৪ ঘণ্টাকে জানান, ''পুরো টিম অক্লান্তভাবে কাজ করেছে, যাতে ফিরিয়ে আনার অনুমতি পাওয়া যায়, বাস, খাবারের ব্যবস্থা ঠিক মতো করা যায় এবং সুরক্ষতিভাবে ফেরানো যায়। তাই আমি বলবো, এই কাজটা আমি একা করতে পারতাম না। যাঁরা সহযোগিতা করেছেন, তাঁদেরকে হাত জোড় করে ধন্যবাদ জানাচ্ছি। যাঁরা ফিরেছেন, তাঁদেরকে বলব ১৪ জিন কোয়ারেন্টাইনে থাকার জন্য। প্রথমে আমার কাছে ৩৬ জনের খবর ছিল, তাঁরা সীমান্তে এসে বুঝেছিল বিষয়টা সহজ নয়। পরে আমার কাছে ফোন আসে। তাঁরা ফিরতে আরও ফোন আসা শুরু করে। তার মধ্যে একটা দল আজ এসেছে। তবে শুধু ঘাটাল নয়, বাঁকুড়া, হুগলি সহ অন্যান্য জেলারও মানুষ এসেছেন। ''

আরো পড়ুন-সিরিয়ালের পর এবার ১০ জুন থেকে শুরু হচ্ছে সিনেমার শ্যুটিং, মিলল অনুমোদন

আরও পড়ুন-নেপাল থেকে পরিযায়ী শ্রমিকদের ফেরালেন দেব

এদিন নেপালে বাকি যাঁরা আটকে রয়েছেন, তাঁদেরও ফিরিয়ে নিয়ে আসার আশ্বাস দেন সাংসদ অভিনেতা দেব। প্রসঙ্গত, এর আগে নেপাল থেকে ৩৫ জন পরিযায়ী শ্রমিককে ফিরিয়ে এনেছিলেন তিনি।

English Title: 
TMC MP & Actor Dev Helped 247 migrants to return from Nepal
News Source: 
Home Title: 

নেপাল থেকে ২৪৭ জন পরিযায়ী শ্রমিককে ফেরালেন দেব

নেপাল থেকে ২৪৭ জন পরিযায়ী শ্রমিককে ফেরালেন দেব
Yes
Is Blog?: 
No