অবশেষে মুক্তি পাচ্ছে `তিন ইয়ারি কথা`
যথেচ্ছ গালাগালি ব্যবহারের জন্য তৈরি হয়েও শেষপর্যন্ত সেন্সরের গুঁতোয় রিলিজ হয়নি। অবশেষে ছ`বছর পর মুক্তি পেতে চলেছে প্রসেনজিৎ প্রযোজিত `তিন ইয়ারি কথা`। হলে রিলিজ না করলেও দুটি বিখ্যাত ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হওয়ায় ইতিমধ্যেই বেশ প্রশংসার স্বাদ পেয়ে গেছে।
যথেচ্ছ গালাগালি ব্যবহারের জন্য তৈরি হয়েও শেষপর্যন্ত সেন্সরের গুঁতোয় রিলিজ হয়নি। অবশেষে ছ`বছর পর মুক্তি পেতে চলেছে প্রসেনজিৎ প্রযোজিত `তিন ইয়ারি কথা`। হলে রিলিজ না করলেও দুটি বিখ্যাত ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হওয়ায় ইতিমধ্যেই বেশ প্রশংসার স্বাদ পেয়ে গেছে।
দেরি করে মুক্তি পাওয়ায় বরং `ভালই হয়েছে` বলে মনে করছেন প্রযোজক প্রসেনজিৎ। তাঁর মতে প্রাচীন `ট্যাবু` কাটিয়ে বাংলা সিনেমার দর্শক আগের থেকে অনেক বেশি করে নতুন ধরনের সিনেমা গ্রহণ করতে পারছে। তিনি আরও বলেন বিগত কয়েক বছরে বাংলা সিনেমা ব্যাপক পরিবর্তনের মধ্যে দিয়ে গেছে। বাইশে শ্রাবণের মতো সিনেমাতে চলতি গালাগালির উদার ব্যবহার করা হয়েছে। সিনেমার সঙ্গে সঙ্গেই দর্শকও প্রাপ্তবয়ষ্ক হয়েছে। এই ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার কথাও বলেন প্রসেনজিত। ছবির টানটান স্ক্রিপ্টের কারণেই শেষ পর্যন্ত সিনেমাটি প্রযোজনার সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান তিনি।
পরমব্রত, রুদ্রনীল, সুজন মুখোপাধ্যায় অভিনীত তিন মধ্যবিত্ত ব্যাচেলরের রোজনামচার মজাদার গল্প `তিন ইয়ারি কথা`। "একেবারে কোনও রকমের ভনিতা না করেই এই সিনেমাটা তৈরি করা হয়েছে," বললেন পরিচালকদ্বয় অভিজিত গুহ এবং সুদেষ্ণা রায়। রুদ্রনীলের দাবি যেকোনও বয়ঃসন্ধির তরুণ খুব সহজেই এই ছবির সঙ্গে একাত্ম হয়ে পারবেন। পরমব্রতর অবশ্য ধারণা এই ছবির কৌতুকই টেনে রাখবে দর্শকদের।