Pather Panchali: সিনেমার শতবর্ষের সেরা চলচ্চিত্রের তালিকায় 'পথের পাঁচালী', সত্যজিৎ রায়কে কুর্নিশ

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ১৯২৯ সালের এই একই নামের বাংলা উপন্যাসের একটি রূপান্তর। ছবিটি সত্যজিৎ রায়ের পরিচালনায় মুক্তি পেয়েছিল। তারপর থেকে এটি সর্বকালের সেরা চলচ্চিত্র হিসেবে নিজের জায়গা করে নিয়েছে।

Edited By: সব্যসাচী বাগচী | Updated By: Jul 29, 2023, 07:13 PM IST
Pather Panchali: সিনেমার শতবর্ষের সেরা চলচ্চিত্রের তালিকায় 'পথের পাঁচালী', সত্যজিৎ রায়কে কুর্নিশ
সেরা চলচ্চিত্রের তালিকায় 'পথের পাঁচালী', সত্যজিৎ রায়কে কুর্নিশ।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: টাইম ম্যাগাজিনের (Time Magazine) গত ১০০ বছরের সেরা চলচ্চিত্রের (Indian Cinema) তালিকায় জায়গা করে নিয়েছে বিখ্যাত পরিচালক সত্যজিৎ রায়ের (Satyajit Roy) 'পথের পাঁচালী' (Pather Panchali)। 

১৯২০ সাল থেকে ২০২০ পর্যন্ত মুক্তি পাওয়া চলচ্চিত্রগুলোকে জায়গা দেওয়া হয়েছে এই তালিকায়। ১৯২০ সালে মুক্তি পাওয়া চলচ্চিত্র 'দ্য ক্যাবিনেট অব ডক্টর ক্যালিগারি' দিয়ে তালিকা শুরু। আর শেষ হয়েছে ২০১৯ সালের 'ওয়ান্স আপন এ টাইম ইন হলিউড' দিয়ে। 

এই তালিকায় একমাত্র ভারতীয় সিনেমা হিসেবে জায়গা পেয়েছে পথের পাঁচালী। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একই নামের উপন্যাস অবলম্বনে চলচ্চিত্রটি নির্মাণ করেন সত্যজিৎ। ১৯৫৫ সালে মুক্তি পায় সিনেমাটি। এটিই ছিল সত্যজিৎ রায়ের নির্মিত প্রথম চলচ্চিত্র। এই সিনেমা বিশ্ব দরবারে ভারতীয় চলচ্চিত্রের আলাদা পরিচয় তৈরি করে দেয়।

আরও পড়ুন: Dev: ‘আমি খারাপ অভিনেতা, বাজে উচ্চারণ, রাজনীতি করি, অনেকেই ক্ষতি চায়, কিন্তু...’ বিস্ফোরক দেব

আরও পড়ুন: Byomkesh O Durgo Rohosyo: ‘জনগণ ৩৩ কোটি দেবতাকে সামলালে, ৭টা ব্যোমকেশও সামলাতে পারবেন’, দেবের পাশে অনির্বাণ...

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ১৯২৯ সালের এই একই নামের বাংলা উপন্যাসের একটি রূপান্তর। ছবিটি সত্যজিৎ রায়ের পরিচালনায় মুক্তি পেয়েছিল। তারপর থেকে এটি সর্বকালের সেরা চলচ্চিত্র হিসেবে নিজের জায়গা করে নিয়েছে। এটি সত্যজিৎ রায়ের অপু ট্রিলজির প্রথম পার্ট। যেখানে অপরাজিতা এবং অপুর সংসার ফুটে উঠেছে।

টাইম ম্যাগাজিনের এই তালিকায় রয়েছে ‘দ্য ক্যাবিনেট অব ডক্টর ক্যালিগারি’, ‘বাইসাইকেল থিফ’, ‘ব্রেথলেস’, ‘সাইকো’, ‘গন উইথ দ্য উইন্ড’, ‘সেভেন সামুরাই’, ‘ট্যাক্সি ড্রাইভার’, ‘দ্য গডফাদার পার্ট ২’, ‘লাস্ট ট্যাঙ্গো ইন প্যারিস’-এর মতো ক্লাসিক চলচ্চিত্রগুলো। তালিকায় রয়েছে ‘ইটি দ্য এক্সট্রা-টেরিস্ট্রিয়াল’ এবং ‘দ্য এম্পায়ার স্ট্রাইকস ব্যাক’। নতুন দশকের মধ্যে রয়েছে ‘ওয়ান্স আপন এ টাইম ইন হলিউড’, ‘মুলহল্যান্ড ড্রাইভ’, ‘প্যানস ল্যাবিরিন্থ’ এবং গ্রেটা গারউইগের ‘লিটল উইমেন’।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.