৭ দিনেই ২০০ কোটি, বক্স অফিসে ধামাকা সলমনের

এক সপ্তাহের মধ্যেই ২০০ কোটির ক্লাবে পৌঁছে গেল সলমনের 'টাইগার জিন্দা হ্যায়'। মাত্র ৭ দিনের মধ্যে ২০০-র ক্লাবে পৌঁছে গেল আলি আব্বাস জাফরের ওই সিনেমা। বৃহস্পতিবার যখন সলমন খান-ক্যাটরিনা কাইফের সিনেমা ১৯০ কোটির ঘরে পৌঁছয়, তখন থেকেই শুরু হয় জল্পনা। এর কয়েক ঘণ্টা পরই ২০০ কোটির কোটায় পৌঁছে গেল ‘এক থা টাইগার’-এর সিক্যুয়েল। মাত্র ৭ দিনের মধ্যে সলমনের ওই সিনেমা ২০০ কোটির ক্লাবে পৌঁছনোয় ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে।

Updated By: Dec 29, 2017, 04:13 PM IST
৭ দিনেই ২০০ কোটি, বক্স অফিসে ধামাকা সলমনের

নিজস্ব প্রতিবেদন : এক সপ্তাহের মধ্যেই ২০০ কোটির ক্লাবে পৌঁছে গেল সলমনের 'টাইগার জিন্দা হ্যায়'। মাত্র ৭ দিনের মধ্যে ২০০-র ক্লাবে পৌঁছে গেল আলি আব্বাস জাফরের ওই সিনেমা। বৃহস্পতিবার যখন সলমন খান-ক্যাটরিনা কাইফের সিনেমা ১৯০ কোটির ঘরে পৌঁছয়, তখন থেকেই শুরু হয় জল্পনা। এর কয়েক ঘণ্টা পরই ২০০ কোটির কোটায় পৌঁছে গেল ‘এক থা টাইগার’-এর সিক্যুয়েল। মাত্র ৭ দিনের মধ্যে সলমনের ওই সিনেমা ২০০ কোটির ক্লাবে পৌঁছনোয় ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে।

আরও পড়ুন : এভাবেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শ্রদ্ধা জানালেন সলমন খান 

বি টাউনের খবর, টাইগার জিন্দা হ্যায় সলমনের ১২ নম্বর সিনেমা, যা ১০০ কোটির ক্লাবে পৌঁছল। এর আগে দাবাং, বডিগার্ড, এক থা টাইগার, দাবাং টু, জয় হো, কিক, বজরঙ্গী ভাইজান, সুলতান ১০০ কোটির ক্লাবে তাদের নাম লেখায়। শুধু তাই নয়, সলমনের টিউবলাইট বক্স অফিসে তেমন সাফল্য না পেলেও, ওই সিনেমাও পৌঁছে যায় ১০০ কোটির ক্লাবে। আর এবার ১০০ পার করে ২০০-র ঘরে নিজের নাম লেখাল সলমন খান, ক্যাটরিনা কাইফের টাইগার জিন্দা হ্যায়।

 

আরও পড়ুন : গর্জন করছেন সলমন 

জানা যাচ্ছে, ইতিমধ্যেই সলমনের ৫টি সিনেমা ২০০-র ঘর ছুঁয়েছে, যার মধ্যে ৩০০ কোটির ব্যবসা করেছে ২টি সিনেমা। এবার সলমনের টাইগার জিন্দা হ্যায়-ও কি ৩০০-র ঘরে পৌঁছবে, সেটা অবশ্য সময়ই বলবে।

.