ক্যাটের ঠুমকায় ভিরমি খেলেন আমির!

'দিল থামিয়ে গা হুঁজুর, কভি কভি হামারি আদা দেখকে লোগ আপনি জান খো ব্যঠতি হ্যয়'। বলছেন 'সুরাইয়া জান। 

Updated By: Oct 26, 2018, 02:48 PM IST
ক্যাটের ঠুমকায় ভিরমি খেলেন আমির!

নিজস্ব প্রতিবেদন: 'দিল থামিয়ে গা হুঁজুর, কভি কভি হামারি আদা দেখকে লোগ আপনি জান খো ব্যঠতি হ্যয়'। এমনটাই বলছেন 'ঠগস অফ হিন্দুস্থান'-এর সুরাইয়া জান। আর হলও তাই। ক্যাটরিনায় ঠুমকায় প্রায় ভিরমি খেলেন ফিরিঙ্গি আমির।

সম্প্রতি মুক্তি পেয়েছে আমির খানের আগামী ছবি 'ঠগস অফ হিন্দুস্থান'-'সুরাইয়া জান' গানের টিজার। যেটি দেখলে আপনিও ক্য়াটরিনার থেকে চোখ ফেরাতে পারবেন না। যত দিন যাচ্ছে ক্যাটরিনা যেন ততই নিজের নাচের ভঙ্গিতে মুগ্ধ করছেন। কেরিয়ারের শুরুর দিকে যে ক্যাটরিনার নাচ নিয়ে সমালোচনা হত সেই ক্যাটরিনারই নাচ দেখে আজকাল চোখ ফেরানো যাচ্ছে না।  ক্যটরিনার এই নাচ দেখে প্রশংসায় পঞ্চমুখ খোদ মিস্টার পারফেক্টশনিন্স আমির খানও। তাঁর কথায়, '' গানটা বেশ মজার, তবে গানের স্টেপগুলি মোটেও সহজ নয়। আমি ১০ বছর অনুশীলন করলেও এমন নাচের স্টেপ করতে পারব না। অথচ ক্যাট কত সুন্দরভাবে এটাকে তুলে ধরেছেন।''

প্রসঙ্গত, সুরাইয়া জান গানটি কোরিওগ্রাফ করেছেন প্রভুদেব। যেখানে তিনি ভারতীয় নৃত্যশৈলীকে বর্তমান সময়ের মত করে একটু পরিবর্তিত করে তুলে ধরেছেন। ছবিতে সুরাইয়া জান ক্যাটরিনায় চরিত্রটি একজন নর্তকীর। তাঁকে এই গানে লেহেঙ্গা চোলিতে দেখা গেছে। ''এই গানটি এক্কেবারেই অরিজিনাল, কনসেপ্টটাও এক্কেবারে নতুন। গানটির কোরিওগ্রাফি দেখে আমি প্রথমে মুগ্ধ হয়েছিলাম, তবে স্টেপগুলি করতে গিয়ে বুঝতে পারি এটি কতটা শক্ত। '' 

'সুরাইয়া জান' গানটির সুর করেছেন অজয় অতুল। আর গানটির গীতিকার অমিতাভ ভট্টাচার্য। গানটি গেয়েছেন শ্রেয়া ঘোষাল ও বিশাল দাদলানি। প্রসঙ্গত 'ধুম-৩' এর দ্বিতীয়বারের জন্য ক্যাটরিনার সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন ক্যাটরিনা।

.