রবীন্দ্রনাথের কবিতা নিয়ে এবার তৈরি হচ্ছে সিনেমা
ফের বায়োপিকে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখনি। সৌজন্যে ভারত ও বাংলাদেশের যৌথ উদ্যোগ। ছবিতে যেমন থাকছে দু'দেশের যৌথ নির্দেশনা ও প্রযোজনা, সেই সঙ্গে থাকছে দু'দেশের অভিনেতা-অভিনেত্রীরা। রবীন্দ্রনাথ ঠাকুরের অনবদ্য কবিতা 'হঠাত্ দেখা'-কে নিয়েই ছবিটি করছেন পরিচালিকা রেশমী মিত্র।
ওয়েব ডেস্ক : ফের বায়োপিকে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখনি। সৌজন্যে ভারত ও বাংলাদেশের যৌথ উদ্যোগ। ছবিতে যেমন থাকছে দু'দেশের যৌথ নির্দেশনা ও প্রযোজনা, সেই সঙ্গে থাকছে দু'দেশের অভিনেতা-অভিনেত্রীরা। রবীন্দ্রনাথ ঠাকুরের অনবদ্য কবিতা 'হঠাত্ দেখা'-কে নিয়েই ছবিটি করছেন পরিচালিকা রেশমী মিত্র।
আরও পড়ুন- এই 'মহাভারতে' সহদেব ও নকুল সমকামী, যুধিষ্ঠির জুয়াড়ি!
১৯৩৮-এর পটভমিকার ওপর কবিতাটি লেখা হয়েছিল। আর সেই কথা মাথায় রেখেই ছবির প্লট তৈরি করা হচ্ছে। সেই সঙ্গে থাকছে সেই সময়ের কথা মাথায় রেখেই ছবির ডায়ালগ। "সেই সময়ের প্রেক্ষাপট তুলে ধরাই আমাদের এই ছবির উদ্দেশ্য," জানিয়েছেন ছবির পরিচালক। তিনি আরও জানিয়েছেন, ছবিটির মূল গল্পটি একটি ট্রেনে। সেখানে দুটি চরিত্রের দীর্ঘদিন পর দেখা। আর সেখান থেকেই শুরু ছবিটি।
ছবিটিতে যেমন থাকছে রবীন্দ্রসংগীত, তেমনই থাকছে বাউলগীতি। ছবিটির শুটিং হবে বীরভূম ও বংলাদেশের বিভিন্ন জায়গায়।