The Kerala Story Controversy: নিষিদ্ধ ‘দ্য কেরালা স্টোরি’, রাজ্য সরকারের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রযোজক-পরিচালক...

The Kerala Story Controversy: সিনেমা চলাকালীন রাজ্যে হিংসার ছড়াতে পারে, এমন অভিযোগ দায়ের হওয়ার পরই পশ্চিমবঙ্গে দ্য কেরালা স্টোরিকে নিষিদ্ধ করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গ সরকারের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, ‘রাজ্যে শান্তি ও সৌহার্দ্য বজায় রাখতে পশ্চিমবঙ্গে 'দ্য কেরালা স্টোরি' চলচ্চিত্রটি নিষিদ্ধ ঘোষণা করা হল। এই সিনেমায় যেসব দৃশ্য দেখানো হয়েছে তা রাজ্যের শান্তিশৃঙ্খলার পক্ষে বিপজ্জনক হতে পারে আশঙ্কা করে কলকাতাসহ সব জেলাতে এই ছবির প্রদর্শন নিষিদ্ধ করা হল। শান্তিশৃঙ্খলা বজায় রাখতেই রাজ্য প্রশাসনের এই সিদ্ধান্ত।’

Updated By: May 8, 2023, 08:58 PM IST
The Kerala Story Controversy: নিষিদ্ধ ‘দ্য কেরালা স্টোরি’, রাজ্য সরকারের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রযোজক-পরিচালক...

The Kerala Story Controversy, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রিলিজের পর থেকেই ‘দ্য কেরালা স্টোরি’ ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে। সোমবার পশ্চিমবঙ্গে সেই ছবি নিষিদ্ধ করার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে তামিলনাড়ুতেও এই ছবির বিরুদ্ধে প্রতিবাদে নেমেছে হল মালিকরা। সমস্ত হল থেকেই সরিয়ে দেওয়া হয়েছে সেই ছবি। তামিলনাড়ু জুড়ে নির্বাচিত থিয়েটারে এবং পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে 'দ্য কেরালা স্টোরি'র স্ক্রিনিং আটকে দেওয়া অসাংবিধানিক পদক্ষেপ বলে মনে করেন ছবির প্রযোজক বিপুল অমৃতলাল শাহ ও পরিচালক সুদীপ্ত সেন। সেই বিষয়ে তাঁদের প্রতিক্রিয়া জানাতেই এদিন যৌথ সাংবাদিক সম্মেলন করেন তাঁরা।

আরও পড়ুন- The Kerala Story Banned: 'সংখ্যালঘু ভোটব্যাঙ্ক ফেরত পেতে দ্য কেরালা স্টোরি নিষিদ্ধের সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর...'

প্রযোজক বিপুল অমৃতলাল শাহ বলেন, ‘আমি সরকারের কাছে অনুরোধ করছি যে তাঁরা এটা নিশ্চিত করুন যে সিনেমা রিলিজের সময় থেকেই আদালত একটা নির্দেশ দিয়েছে। এরপর সেটা রাজ্যের দায়িত্ব যে তাঁরা সিনেমাটাকে শান্তিতে রিলিজ হতে দেবে। মানুষকে সিদ্ধান্ত নিতে দিন যে তাঁরা এই সিনেমাটা দেখবে কি না! কিন্তু এই পরিস্থিতিটা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। আমাদের ছবিটি খুবই গুরুত্বপূর্ণ একটি সামাজিক ইস্যুতে তৈরি ছবি। এটা থেকে রাজনৈতিক হেলদোল হতে পারে। এটা প্ল্যানড স্ট্র্যাটেজিও হতে পারে। সবারই অধিকার আছে। অনেকেই আদালতে গেছেন। আমাদের বিরুদ্ধে ১৫ টা কেস রয়েছে। তাঁদেরও গনতান্ত্রিক অধিকার আছে। কিন্তু যখন আমাদের মহামান্য আদালত ছবি রিলিজ করার নির্দেশ দিয়েছে তখন রাজ্যকে বুঝতে হবে যে সেই ছবির মুক্তি বন্ধ করে দেওয়া গণতন্ত্রের পক্ষে না বিপক্ষে!’

প্রযোজকের পাশাপাশি পরিচালকও এই বিষয়ে মুখ খোলেন। পরিচালক সুদীপ্ত সেন বলেন, "তামিলনাড়ু সরকারের তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি। মাল্টিপ্লেক্স মালিকদের আনঅফিসিয়ালি বলা হয়েছে, এখানে ছবি চলবে না, টাকা ফেরত দেওয়া হবে। তাই সরকারের কাছে আমাদের আবেদন, হয় তারা বলে, আমরা তামিলনাড়ুতে ছবিটি চলতে দেব না, নয়তো আমরা ছবির স্বাভাবিক প্রদর্শন নিশ্চিত করব। তামিলনাড়ুর সাধারণ মানুষের এই ছবি দেখার অধিকার রয়েছে।’

সিনেমা চলাকালীন রাজ্যে হিংসার ছড়াতে পারে, এমন অভিযোগ দায়ের হওয়ার পরই পশ্চিমবঙ্গে দ্য কেরালা স্টোরিকে নিষিদ্ধ করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গ সরকারের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, ‘রাজ্যে শান্তি ও সৌহার্দ্য বজায় রাখতে পশ্চিমবঙ্গে 'দ্য কেরালা স্টোরি' চলচ্চিত্রটি নিষিদ্ধ ঘোষণা করা হল। এই সিনেমায় যেসব দৃশ্য দেখানো হয়েছে তা রাজ্যের শান্তিশৃঙ্খলার পক্ষে বিপজ্জনক হতে পারে আশঙ্কা করে কলকাতাসহ সব জেলাতে এই ছবির প্রদর্শন নিষিদ্ধ করা হল। শান্তিশৃঙ্খলা বজায় রাখতেই রাজ্য প্রশাসনের এই সিদ্ধান্ত।’ 

আরও পড়ুন- Shakib Khan| Idhika Paul: বুবলী নয়, শাকিবের ‘প্রিয়তমা’ ছোটপর্দার ইধিকা পাল...

সোমবার সকালে গোটা তামিলনাড়ু জুড়ে 'দ্য কেরালা স্টোরি'র বিরুদ্ধে তীব্র বিরোধিতার মুখে সিনেমা হলের মালিকরা, এরপরেই 'দ্য কেরালা স্টোরি'র মুক্তি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেন। অনেক অনলাইন বুকিং প্ল্যাটফর্মও তাদের তালিকা থেকে তাদের ছবি সরিয়ে নিয়েছে। জানা গিয়েছে, রাজ্যে মাত্র তেরোটি প্রেক্ষাগৃহে এই ছবি দেখানো হচ্ছে। তামিলনাড়ুর থিয়েটার ওনার্স অ্যাসোসিয়েশনের একজন সিনিয়র সদস্য মন্তব্য করেছেন যে আইন-শৃঙ্খলাজনিত উদ্বেগের কারণে, মাল্টিপ্লেক্সে প্রদর্শিত অন্যান্য চলচ্চিত্রগুলিকে এই ছবিটি ক্ষতিগ্রস্ত করছে। এতে আমাদের আয়ের ওপর প্রভাব পড়ছে। সেই কারণেই এই সিদ্ধান্ত।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.