অমিতাভ বচ্চনের 'নিন্দা' করলেন তাসলিমা
বিতর্ক যখন শুরু হয়েই গিয়েছে, তখন আর গৌরচন্দ্রিকা লেখার প্রয়োজন নাই। সোজা ভাষায় সোজা কথাটা প্রথমেই বলে দেওয়া ভালো। "অমিতজি সেইস, কালার পিঙ্ক সিগ্নিফিকেন্টস উইম্যান এম্পাওয়ারমেন্ট। বাট ইট'স নাথিং টু ডু উইথ উইম্যান। পিঙ্ক ফর গার্লস, ব্লু ফর বয়েস-জাস্ট মার্কেটিং স্ট্র্যাটিজি", টুইট সাহিত্যিক তাসলিমা নাসরিনের। এবার ঘটনাটার খোলোস ছাড়িয়ে একটু অন্দরমহলে যাওয়ার চেষ্টা করা যাক।
ওয়েব ডেস্ক: বিতর্ক যখন শুরু হয়েই গিয়েছে, তখন আর গৌরচন্দ্রিকা লেখার প্রয়োজন নাই। সোজা ভাষায় সোজা কথাটা প্রথমেই বলে দেওয়া ভালো। "অমিতজি সেইস, কালার পিঙ্ক সিগ্নিফিকেন্টস উইম্যান এম্পাওয়ারমেন্ট। বাট ইট'স নাথিং টু ডু উইথ উইম্যান। পিঙ্ক ফর গার্লস, ব্লু ফর বয়েস-জাস্ট মার্কেটিং স্ট্র্যাটিজি", টুইট সাহিত্যিক তাসলিমা নাসরিনের। এবার ঘটনাটার খোলোস ছাড়িয়ে একটু অন্দরমহলে যাওয়ার চেষ্টা করা যাক।
Amitji says,colour pink signifies women empowerment.But it's nothing to do with women. Pink for girls,blue for boys--just marketing strategy
— taslima nasreen (@taslimanasreen) August 11, 2016
বাঙালি পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরি পরিচালিত ছবি, 'পিঙ্ক'-এ অভিনয় করেছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন। তাঁর সঙ্গে স্ক্রিনে রয়েছেন দক্ষিণী তারকা তথা বলিউড ডিভা তাপসী পান্নু। সিনেমার চিত্রনাট্য একটি ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে। সমাজ, ধর্ষক আর ধর্ষণের যুক্তিতক্কের টানটান চিত্রনাট্য ইতিমধ্যেই সিনেপ্রেমীদের মন জিতে নিয়েছে। সিনেমার ট্রেলরও হৈ চৈ ফেলেছে। অমিতাভ বচ্চন আর পীযূষ মিশ্র দুজনেই অভিনয় করছে আইনজীবীর ভূমিকায়। তাপসী পান্নু এখানে এক ধর্ষিতা। এই পর্যন্ত সব ঠিকই ছিল। গণ্ডগোল বাঁধল অমিতাভ বচ্চনের একটি বক্তব্যে। 'গোলাপী রঙ নারীর নারীর ক্ষমতায়নের প্রতীক'। এই বক্তব্যেরই 'প্রতিবাদ' জানালেন 'ফ্যামিনিস্ট' হিসেবে পরিচিত লেখিকা তাসলিমা নাসরিন। তাঁর বক্তব্যও খুব স্পষ্ট। টুইটে তিনি জানান, "গোলাপি রঙ মেয়েদের জন্য, নীল রঙ ছেলেদের জন্য-এটা কেবল মার্কেটিং স্ট্র্যাটিজি"।