জায়রার অভিনয় ছাড়ার সিদ্ধান্তে এ বার মুখ খুললেন তসলিমা নাসরিন
অনেকেই নিন্দা করেছেন অভিনেত্রীর এহেন সিদ্ধান্তের।
নিজস্ব প্রতিবেদন: বলিউড ছাড়ার সিদ্ধান্ত নিয়ে সবাইকে হতবাক করে দিয়েছেন 'দঙ্গল' অভিনেত্রী জায়রা ওয়াসিম। অনেকেই নিন্দা করেছেন অভিনেত্রীর এহেন সিদ্ধান্তের। বাদ যাননি লেখিকা তসলিমা নাসরিনও। নিজের ট্যুইটার পেজে লিখেছেন, "বলিউডের প্রতিভাবান অভিনেত্রী জায়রা ওয়াসিম অভিনয় ছেড়ে দিচ্ছেন শুধুমাত্র এই কারণে যে তাঁর কাজের জন্য আল্লাহর ওপর থেকে তাঁর বিশ্বাস হারিয়ে গিয়েছে! এই সিদ্ধান্ত নিয়ে খুব বোকামি করেছে। মুসলিম সম্প্রদায়ের কত প্রতিভা এই ভাবেই বোরখার অন্ধকারে হারিয়ে যাচ্ছে। তাঁদের জোর করে বোরখার আড়ালে নিয়ে আসা হচ্ছে।"
তিনি আরও লিখেছেন, "সবাই বলছে ধর্মীয় কারণে জায়রার অভিনয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্তকে শ্রদ্ধা করা উচিৎ। সত্যি? এই নারীবিদ্বেষী পিতৃশাষিত সমাজ মেয়েদের মগজধোলাই করছে। তাঁদের নমনীয়, পরনির্ভরশীল, অশিক্ষিত, ভৃত্য, যৌন বস্তু, সন্তান তৈরি করার যন্ত্র বানিয়ে রেখেছে। তাঁদের কোনও স্বাধীনতা নেই। এই পিতৃশাষিত সমাজের বিরুদ্ধে পুরুষ ও মহিলা দুজনকেই লড়াই করে এমন সমাজ তৈরি করতে হবে যেখানে সবাই সমান।" তসলিমা আরও লিখেছেন, "ধর্ম নারীদের বিরুদ্ধে। কোনও মহিলারই এমন ধর্মে বিশ্বাস করা উচিৎ নয় যা তাঁদের সঙ্গে খারাপ ব্যবহার করে। ধর্ম ত্যাগ করো, পিতৃশাষিত সমাজের বিরুদ্ধে রুখে দাঁড়াও, নারীবিদ্বেষ দূর করো।"
আরও পড়ুন- এক জোড়া জুতোর দাম ২৭ লাখ! কিনতে গিয়ে চক্ষু চড়ক গাছ ঋষি কাপুরের
People are saying actress Zaira Wasim's CHOICE to quit acting for religion shld be respected.Really?Women are brainwashed by misogynistic patriarchal society to be submissive,dependent,illiterate,slaves,sex objects,childbearing machines.Women hv no freedom or option to choose-
— taslima nasreen (@taslimanasreen) 1 July 2019
Women are oppressed because of patriarchy,religion,misogyny. Both men & women should fight against those to create an equal society where no one is treated as an inferior being.
— taslima nasreen (@taslimanasreen) 1 July 2019
Religions are anti-women. No woman should believe in religion which treats them as shit. Reject religion, oppose patriarchy, fight misogyny.
— taslima nasreen (@taslimanasreen) 1 July 2019
Oh My Goosebumps! Bollywood’s talented actress Zaria Wasim now wants to quit acting because she thinks her acting career almost destroyed her faith in Allah. What a moronic decision! So many talents in Muslim community are forced to go under the darkness of the burqa.
— taslima nasreen (@taslimanasreen) 30 June 2019
অভিনেত্রী রবিনা ট্যান্ডনও ট্যুইট করে অসন্তোষ প্রকাশ করেছেন। লিখেছেন, "দুটো ছবি করে এই জগতের প্রতি কেউ অকৃতজ্ঞতা প্রকাশ করলে তাতে কিছু যায় আসে না। শুধু তাঁরা ভাল ভাবে বেরিয়ে যান এবং তাঁদের বিতর্কিত মতামত নিজেদের কাছেই রাখুন। এটাই কাম্য।"
Doesn’t matter if two film olds are ungrateful to the industry that have given them all. Just wish they’d exit gracefully and keep their regressive views to themselves .
— Raveena Tandon (@TandonRaveena) 30 June 2019
জায়রার দীর্ঘ পোস্টের একটি অংশে লেখা ছিল, "যাত্রাটা খুব ক্লান্তিকর ছিল। দীর্ঘদিন ধরে নিজের আত্মার সঙ্গে যুদ্ধ। জীবনটা খুব ছোট কিন্তু নিজের সঙ্গে যুদ্ধ করার জন্য খুব বড়। তাই আমি আজ এই সিদ্ধান্ত নিলাম। এই সিনে-জগৎ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত।"
পোস্ট থেকে জানা গিয়েছে, কাজের সঙ্গে ধর্মবিশ্বাসের সংঘাতের কারণেই অভিনয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জায়রা। দীর্ঘ পোস্টের ছত্রে ছত্রে রয়েছে সেই বার্তাই। "এখানে আমাকে মানানসই লাগলেও আমি এর জন্য উপযুক্ত নই", এমনটাই বক্তব্য অভিনেত্রীর। সোশ্যাল মিডিয়ার পোস্টে তিনি লিখেছেন, "আমার কাজ, আমার পরিচিতি নিয়ে আমি খুশি নই। অনেক দিন ধরে আমার মনে হচ্ছে অন্য কেউ হওয়ার জন্যই আমি পরিশ্রম করছি। যখনই আমি বুঝতে শিখেছি কিসের জন্য আমি সময় দিচ্ছি, পরিশ্রম করছি, তখনই আমি বুঝেছি এখানে আমাকে মানালেও আমি এর জন্য উপযুক্ত নই। এই জগৎ আমাকে অনেক ভালবাসা, সমর্থন দিয়েছে। কিন্তু পাশাপাশি এর জন্য আমি আমার বিশ্বাস থেকে সরে গিয়েছি। আমার কাজের সঙ্গে আমার ধর্মবিশ্বাসের সংঘাত হচ্ছে।"
এখনও পর্যন্ত 'দঙ্গল' এবং 'সিক্রেট সুপারস্টার' এই দু’টি ছবি করেছেন জায়রা। 'দঙ্গল' ছবির জন্য জাতীয় পুরস্কারও পেয়েছেন তিনি। সম্প্রতি 'স্কাই ইজ পিঙ্ক' ছবিতে অভিনয় করেছেন এই কাশ্মিরী কন্যা। তাঁর বিপরীতে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া ও ফারহান আখতারের মতো অভিনেতারা।