Tarun Majumdar : গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি বর্ষীয়ান পরিচালক তরুণ মজুমদার

 এই মুহূর্তে পরিচালকের অবস্থা স্থিতিশীল বলেই জানা যাচ্ছে।

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Jun 21, 2022, 07:05 PM IST
Tarun Majumdar : গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি বর্ষীয়ান পরিচালক তরুণ মজুমদার

নিজস্ব প্রতিবেদন : গুরুতর অসুস্থ কিংবদন্তি পরিচালক তরুণ মজুমদার (Tarun Majumdar)। SSKM হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্ষীয়ান পরিচালককে। তাঁর কিডনির সমস্যা রয়েছে বলে খবর। এই মুহূর্তে ICU-তে রাখা হয়েছে তাঁকে। ইতিমধ্যেই পরিচালকের কোভিড টেস্ট করা হয়েছে। তবে এই মুহূর্তে পরিচালকের অবস্থা স্থিতিশীল বলেই জানা যাচ্ছে। কিডনির সমস্যার সঙ্গে, হার্ট ফেলিওরের মতো পরিস্থিতি তৈরি হয়, তারপরই সিসিইউতে স্থানান্তর করা হয়। সজ্ঞানে আছেন এখনও ।

জানা যাচ্ছে, গত ২২ বছর ধরে কিডনির সমস্যায় ভুগছেন পরিচালক। গত সপ্তাহে মূলত কিডনি জনিত সমস্যা নিয়েই  SSKM-এর উডবার্ন ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন তিনি। কিডনির সমস্যা ছাড়াও বর্ষীয়ান পরিচালকের ফুসফুসে সংক্রমণ ছিল, হৃদযন্ত্র বিকল হওয়ার মত পরিস্থিতি তৈরি হয়। আর তারপরেই তাঁকে  ICU-তে স্থানান্তরিত করা হয়। তবে এখনও তিনি সজ্ঞানে রয়েছেন। চিকিৎসক সোমনাথ কুণ্ডু, মেডিসিনের চিকিৎসক সৌমিত্র ঘোষ, নেফ্রলজিস্ট অর্পিতা রায়চৌধুরী, কার্ডিওলজিস্ট সরোজ মণ্ডল, নিউরো মেডিসিনের চিকিৎসক বিমান রায়ের নেতৃত্বে ৫ সদস্যের একটি চিকিৎসক দল তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন। ৯২ বছর বয়সী পরিচালকের অসুস্থতার খবরে উদ্বিগ্ন চলচ্চিত্র জগত।

আরও পড়ুন-বিশ্ব সঙ্গীত দিবসে অরিপ্লাস্ট অরিজিনালসে মুসি-ফিউশন, ৫ শিল্পীর 'ননস্টপ পারফরম্যান্স'

প্রসঙ্গত, উত্তম-সুচিত্রা অভিনীত 'চাওয়া-পাওয়া' থেকে 'কাঁচের স্বর্গ', 'পলাতক', 'সংসার সীমান্ত', 'গণদেবতা', 'কুহেলী', 'দাদার কীর্তি', 'ভালোবাসা ভালোবাসা'র মতো ছবি উপহার দিয়েছেন তরুণ মজুমদার। 'কাঁচের স্বর্গ' ছবিটির জন্য প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। তাঁর সংগ্রহে রয়েছে মোট ৪টি জাতীয় পুরস্কার। রয়েছে ৫টি ফিল্মফেয়ার এবং ১টি আনন্দলোক পুরস্কার। ১৯৯০ সালে পদ্মশ্রী পান সম্মানে সম্মানিত করা হয় তরুণ মজুমদারকে। 'ভালোবাসার বাড়ি' তরুণ মজুমদার পরিচালিত শেষ ছবি। যেটি ২০১৮ সালে মুক্তি পায়। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)   

 

.