সলমন খানের সঙ্গে অভিনয় করার জন্য মুখিয়ে রয়েছেন তাপসী পান্নু

বলিউড অভিনেত্রী তাপসী পান্নু এখন সলমন খানের সঙ্গে অভিনয় করার জন্য মুখিয়ে রয়েছেন। আপাতত, জুড়ুয়া ২-এর অভিনয় নিয়ে ব্যস্ত তিনি। ১৯৯৭-এর সলমন খানের ফিল্ম জুড়ুয়ারই সিক্যুয়েল এই জুড়ুয়া ২। যাতে অভিনয় করছেন বরুণ ধাওয়ান। কেমন চলছে ফিল্মের শুটিং?

Updated By: Jul 7, 2017, 02:14 PM IST
সলমন খানের সঙ্গে অভিনয় করার জন্য মুখিয়ে রয়েছেন তাপসী পান্নু

ওয়েব ডেস্ক: বলিউড অভিনেত্রী তাপসী পান্নু এখন সলমন খানের সঙ্গে অভিনয় করার জন্য মুখিয়ে রয়েছেন। আপাতত, জুড়ুয়া ২-এর অভিনয় নিয়ে ব্যস্ত তিনি। ১৯৯৭-এর সলমন খানের ফিল্ম জুড়ুয়ারই সিক্যুয়েল এই জুড়ুয়া ২। যাতে অভিনয় করছেন বরুণ ধাওয়ান। কেমন চলছে ফিল্মের শুটিং?

আরও পড়ুন কবে বিয়ে করবেন প্রিয়াঙ্কা চোপড়া? জানালেন তাঁর মা

এই প্রশ্নের উত্তরে তাপসী পান্নু বলেন, 'শুটিং খুব ভালই চলছে। মোটামুটি অনেকটাই হয়ে গিয়েছে। শুধু দুটো গানের শুটিং এবং সলমন খানের সঙ্গে একটি দৃশ্যের শুটিং এখনও বাকি রয়েছে।সম্ভাবত, খুব শীঘ্রই ওই দৃশ্যটির শুটিং হবে। আমি তো সলমন খানের সঙ্গে অভিনয় করার জন্য মুখিয়ে রয়েছি। আসলে সলমন খানের সঙ্গে এটাই হবে আমার প্রথম স্ক্রিন শেয়ার করা।'

আরও পড়ুন  সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রজনীকান্তের প্রথম সেলফি ভিডিও! দেখুন

 

.