Swastika Mukherjee Exclusive: 'গৃহবধূ মানেই অশিক্ষিত, অযোগ্য! স্বাধীনচেতা নন?' প্রশ্ন তুললেন স্বস্তিকা

স্বস্তিকার সঙ্গে 'শ্রীমতী' ছবিটি নিয়ে আলোচনা পর্বে উঠে এল তথাকথিত সংসারী, 'শ্রীমতী'দের নিয়ে নানান কথা।

Swastika Mukherjee Exclusive: 'গৃহবধূ মানেই অশিক্ষিত, অযোগ্য! স্বাধীনচেতা নন?' প্রশ্ন তুললেন স্বস্তিকা

অনসূয়া বন্দ্যোপাধ্যায়​ : 'নারীর ক্ষমতায়ন, নারীবাদ, নারী স্বাধীনতা এসব নিয়ে কথা বলি ঠিকই অথচ গৃহকর্মে নিপুণা, তথাকথিত সংসারী নারীরা কিন্তু এসব থেকে ব্রাত্যই থেকে যান। কিন্তু কেন?' সম্প্রতি এমনই প্রশ্ন তুলে দিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। Zee ২৪ ঘণ্টায় স্বস্তিকার সঙ্গে 'শ্রীমতী' ছবিটি নিয়ে আলোচনা পর্বে উঠে এল তথাকথিত সংসারী, 'শ্রীমতী'দের নিয়ে নানান কথা।

অর্জুন দত্ত পরিচালিত 'শ্রীমতী' ছবিতে সাধারণ, ছিমছাম গৃহবধূর ভূমিকাতেই ধরা দেবেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। স্বস্তিকার কথায়, ''গৃহবধূদের নিয়েও ছবি হওয়া উচিত, তাঁদের কথাও সিনেমার গল্পে উঠে আসা উচিত।'' তাঁর মতে, ''আজকাল আমরা নারীর ক্ষমতায়ন, নারীবাদ, নারী স্বাধীনতা এসব নিয়ে কথা বলি ঠিকই অথচ গৃহকর্মে নিপুণা, তথাকথিত সংসারী নারীরা কিন্তু এসব থেকে ব্রাত্যই থেকে যান। লিঙ্গ বৈষম্য নিয়ে এত কথা বলছি, অথচ বাড়িতে যে মহিলারা আছেন, তাঁদের কথা সেখানে উঠে আসে না।'' স্বস্তিকার প্রশ্ন, ''শুধুমাত্র তাঁরা উপার্জন করেন না, বাড়ি থেকে কম বের হন বলেই ধরে নি তাঁরা অশিক্ষিত, অযোগ্য, তাঁদের কোনও মতামত নেই। তাঁরা নাকি স্বাধীনই নন। কিন্তু কেন তা হবে? স্বাধীনচেতা, স্বাবলম্বী মহিলা শব্দটা কি গৃহবধূদের ক্ষেত্রে খাটে না?

আরও পড়ুন-Swastika : ব্যক্তিগত জীবনে ব্রা না পরে কোনও ছবি দিলাম, কারোর অপছন্দ হলে দায় আমার নয় : স্বস্তিকা

স্বস্তিকা বলেন, ''এমন বহু মহিলা আছেন, যাঁরা নিজেদের ইচ্ছাতে চাকরি না করে শুধু সংসারটাই করতে চান। অথচ তাঁদের হয়ত অনেকে বেশি যোগ্যতা রয়েছে। চাইলে তাঁরা চাকরি করতে পারতেন। এমনই এক মহিলার গল্পই অর্জুন (পরিচালক অর্জুন দত্ত) দেখাতে চেয়েছেন।'' প্রসঙ্গত, ৮ জুলাই মুক্তি পেতে চলেছে অর্জুন দত্ত পরিচালিত এই 'শ্রীমতী' ছবিটি। যেখানে দর্শকরা আরও একবার নতুন রূপে অভিনেত্রীকে পাবেন।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)      

.