সাধারণ মানুষকে তাতাচ্ছেন স্বরা ভাস্কর? অভিনেত্রীকে গ্রেফতারের দাবিতে সরগরম ট্যুইটার
জোর শোরগোল শুরু হয়েছে স্বরার বক্তব্যকে কেন্দ্র করে
নিজস্ব প্রতিবেদন: গ্রেফতার করা হোক (Swara Bhasker) 'স্বরা ভাস্করকে। হ্যাশট্যাগ দিয়ে 'অ্যারেস্ট স্বরা ভাস্কর' বলে ট্যুইটারে ট্রেন্ড করতে শুরু করেছে।
আরও পড়ুন : 'দিল্লি জ্বলছে, আপনি ট্রাম্পের সঙ্গে খেতে বসেছেন?' কটাক্ষের মুখে এ আর রহমান
রিপোর্টে প্রকাশ, সম্প্রতি একটি আলোচনা সভায় হাজির হন স্বরা ভাস্কর। যেখানে (CAA) নাগরিকত্ব আইনের প্রতিবাদে মুখ খুলতে দেখা যায় তাঁকে। শুধু তাই নয়, দিল্লির অশান্তির জন্য কে বা কারা দায়ি, তা নিয়ে নিজের মত প্রকাশ করেন স্বরা। শুধু তাই নয়, দেশের শীর্ষ আদালতের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে দেখা যায় স্বরাকে। তিনি বলেন, শীর্ষ আদালতকে কীভাবে বিশ্বাস করবেন, যেখান থেকে বাবরি মসজিদ ধ্বংসের ঘটনাকে কখনও বেআইনি বলে ব্যাখ্যা করা হয়, আবার সেখান থেকেই তাঁদের পুরস্কৃত করা হয়, যাঁরা বাবরি ধ্বংসের জন্য দায়ি। বিষয়টি নিয়ে নিজের মত প্রকাশ করে সুর চড়াতে দেখা যায় (Bollywood) বলিউড অভিনেত্রীকে।
আরও পড়ুন : 'আমার দেশ জ্বলছে,দয়া করে হিংসা ছড়াবেন না' দিল্লি নিয়ে বার্তা নুসরতের
এসবের পাশাপাশি কৌতুক শিল্পী কুণাল কামরার হয়েও গলা ফাটাতে দেখা যায় স্বরা ভাস্করকে। কুণাল যা করেছেন, তাতে ভুল কিছু নেই বলেও ইঙ্গিত দেন স্বরা ভাস্কর। প্রসঙ্গত সম্প্রতি বিমানে যাত্রার সময় সর্বভারতীয় একটি টেলিভিশন চ্যানেলের কর্তাকে বিভিন্নরকম প্রশ্ন করতে শুরু করেন কুণাল। ওই ঘটনার পরই ইন্ডিগো তাঁর যাত্রা বন্ধ করে দেয়। শুধু তাই নয়, ইন্ডিগোর পাশাপাশি এয়ার ইন্ডিয়া-সহ দেশের বেশ কয়েকটি বিমান সংস্থাও কুণালের বিমান যাত্রা বন্ধ করে দেয় কয়েক মাসের জন্য। যা নিয়ে গোটা দেশ জুড়ে বিস্তর শোরগোল শুরু হয়ে যায়। সেই বিষয়টি নিয়েও এবার সুর চড়াতে দেখা যায় ভিরে দি ওয়েডিং অভিনেত্রীকে।
Watch this video & give me one reason why @ReallySwara shouldn't be arrested for inciting violence!!!!#IndiaWantsAnswers #NationFirstpic.twitter.com/lRjhQFx42I
— Seema Choudhary (@Seems3r) February 26, 2020
Pls #ArrestSwaraBhasker she was calling to mobilise mob. Spreading fake news that police will not help. pic.twitter.com/LI74I0B91d
— Deepak yadav (@deepakyadavlko) February 27, 2020
There is a lot of videos carrying the proof of @ReallySwara 's instigating speeches, false claim on the provisions of NRC. Swuara must be arrested for intimidating and provoking speeches. #ArrestSwaraBhasker
— Santanu Roy Chowdhury (@SamratWrites) February 26, 2020
Swara Bhaskar openly saying not to believe in Supreme Court. Asking everyone to take charge and go up to any extent.
She is the reason Delhi is burning. #ArrestSwaraBhasker pic.twitter.com/cBQC1okClD
— Karn (@01Karn) February 26, 2020
স্বরা ভাস্করের বক্তব্য প্রকাশ্যে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শোরগোল শুরু করেছেন নেটিজেনদের একাংশ। স্বরা যা বলছেন, তাতে শিগিগরই তাঁকে গ্রেফতার করতে হবে বলে দাবি জানাতে শুরু করেন অনেকে। এরপরই ট্যুইটারে ট্রেন্ড করতে শুরু করে, 'অ্যারেস্ট স্বরা ভাস্কর' বলে।
যদিও বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত মুখ খুলতে দেখা যায়নি বলিউড অভিনেত্রীকে।