খালি পায়েই ফুটবলে শট Dev-র, প্রকাশ্যে Golondaaj-র পোস্টার

১৩ অগস্ট মুক্তি পাচ্ছে 'গোলন্দাজ'...

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Mar 28, 2021, 02:05 PM IST
খালি পায়েই ফুটবলে শট Dev-র,  প্রকাশ্যে Golondaaj-র পোস্টার

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় ফুটবলের জনক নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর জীবন অবলম্বনে তৈরি ছবি। নাম ভূমিকায় রয়েছেন দেব। 'গোলন্দাজ'-এর কথা ঘোষণা হওয়ার পর থেকেই এই ছবি ঘিরে সিনেমাপ্রেমীদের মনে আলাদা উৎসাহ তৈরি। কিছুদিন আগেই ছবিটির মুক্তির দিন ঘোষণা করেছে SVF। দোলের দিন প্রকাশ্যে আনা হল 'গোলন্দাজ'-এর পোস্টার।

'গোলন্দাজ'-এর পোস্টার শেয়ার করে SVF-র তরফে ক্যাপশানে লেখা হয় ''ইতিহাস পুনরায় বলবে এক গল্প, 
বাংলার কিংবদন্তি নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর গল্প...'' ছবির পোস্টর শেয়ার করেছেন 'গোলন্দাজ' দেব নিজেও। সুপারস্টার লিখেছেন, ''নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর ভূমিকায় অভিনয় করতে পেরে গর্বিত। বায়োপিকে আমার প্রথম অভিনয়। এই কিংবদন্তি ব্রিটিশদের যেভাবে নাড়িয়ে দিয়েছিলেন, সেভাবেই ছবিটি আপনাদেরও আবেগতাড়িত করবে।''

আরও পড়ুন-দোল ২০২১: বাড়িতে সত্যনারায়ণ পুজো, গেরুয়া আবির মাখলেন Paayel

'গোলন্দাজ'-এ নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী হয়ে উঠতে কিছু কম পরিশ্রম করেননি দেব। শুধু লুকে নয়, নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী হয়ে উঠতে মাঠে নেমে খালি পায়ে জমিয়ে ফুটবল অনুশীলন করতেও দেখা গিয়েছে অভিনেতাকে। এর আগে বর্ধমান, হুগলি, কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে শ্যুটিং করতে দেখা গিয়েছে সুপারস্টারকে। ছবিটি মুক্তি পাবে ১৩ অগস্ট।

 ছবিতে দেবের বাবার ভূমিকায় নাকি দেখা যাবে শ্রীকান্ত আচার্যকে। ছবিতে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন অনির্বাণ ভট্টাচার্য, তাঁকে দেখা যাবে স্বাধীনতা সংগ্রামী ভার্গবের ভূমিকায়। দেবের স্ত্রীর ভূমিকায় দেখা যাবে ইশা সাহাকে। যিনি কিনা হচ্ছেন শোভাবাজারের রানি কমলিনী। ছবিতে জীতেন্দ্রর অভিনয় করতে দেখা যাবে ইন্দ্রাশিস রায়কে। শোভাবাজার রাজবাড়ির রাজা আনন্দকৃষ্ণের ভূমিকায় পদ্মনাভ দাশগুপ্ত। প্রসন্ন কুমার সর্বাধিকারীর চরিত্রে থাকছেন পরিচালক-অভিনেতা জয়দীপ মুখোপাধ্যায়। সূর্য কুমারের দাদা প্রসন্ন এবং নগেন্দ্রকে নিজের সন্তান স্নেহে দেখতেন। আর বিনোদের চরিত্রে অভিনয় করছেন জন ভট্টাচার্য। 

আরও পড়ুন-ম্যাগাজিনের 'কভার গার্ল' Shahrukh ঘরনী Gauri

এর আগে Zee ২৪ ঘণ্টা ডিজিটালকে দেওয়া সাক্ষাৎকারে পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় জানান,  ''নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর মতো একজন মানুষ, যাঁকে আমি প্রায় যুগপুরুষের জায়গায় বসাই। ওই সময় যাঁর হাত ধরে এতকিছু সব ঘটে গিয়েছে। সেটাই আমি আমার ছবিতে তুলে ধরতে চলেছি। আসলে কোথাও তো ওনাকে নিয়ে একটা বিস্মৃতির জায়গা তৈরি হয়েছে, সেইখান থেকেই আমার এই ছবিটি বানানোর কথা মাথায় এসেছিল। ওনার হাত ধরেই আমি বাঙালির হৃত গৌরব পুনরুদ্ধারের একটা চেষ্টা করতে চাই বলতে পারো।''

.