করোনার ছায়া বলিউডের আরও এক সেলেব পরিবারে!

নিজে ট্যুইট করে সুজানের বোন 

Edited By: জয়িতা বসু | Updated By: Apr 15, 2020, 12:37 PM IST
করোনার ছায়া বলিউডের আরও এক সেলেব পরিবারে!

নিজস্ব প্রতিবেদন :​ ​করোনার ছায়া আরও এক সেলেব পরিবারে। রিপোর্টে প্রেকাশ, এবার করোনায় আক্রান্ত হলেন সুজান খানের বোন ফারহা খান আলির বাড়ির এক কর্মী। ওই ব্যক্তির রিপোর্টে করোনা পজিটিভ আসার পরপরই তাঁকে আইসোলেশনে পাঠানো হয়। বহন্মুবই  পুরসভার তরফে ওই ব্যক্তির চিকিতসার সমস্ত রকমের ব্যবস্থা করা হয়েছে বলে খবর। পাশাপাশি বলিউড অভিনেতা সঞ্জয় খানের ছোট মেয়ে ফারহা খান আলি নিজের ট্যুইটার হ্যান্ডেলেও জানিয়েছেন ওই খবর।

 

তবে মুম্বইয়ের চিকিতসকদের প্রশংসায় পঞ্চমুখ ফারহা খান আলি। তিনি বলেন, চিকিতসকরা যেভাবে তাঁর বাড়ির ওই কর্মীর খেয়াল রাখছেন, তা সত্যিই প্রশংসনীয়। শিগগিরই তাঁর বাড়ির ওই কর্মী সুস্থ হয়ে উঠবেন বলে আশা প্রকাশ করেন সুজান খানের বোন।

 

প্রসঙ্গত, বলিউডের বর্ষীয়ান অভিনেতা সঞ্জয় খানের ৪ সন্তান। যার মধ্যে রয়েছেন সুজান খান, ফারহা খান আলি,সাইমন এবং জায়েদ খান। হৃত্বিকের সঙ্গে যখন বিয়ে হয় সুজান খানের, তখন ডিজে আকিলের সঙ্গে গাঁটছড়া বাঁধেন ফারহা খান আলি।

.