মাদার টেরেসা মেমোরিয়াল ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেলেন সুস্মিতা সেন

সোশ্যাল জাস্টিসের জন্য মাদার টেরেসা মেমোরিয়াল ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেলেন সুস্মিতা সেন। মুম্বইতে হারমনি ফাউন্ডেশন সুস্মিতার হাতে এই পুরস্কার তুলে দেয়। শান্তি প্রচার ও মনুষ্যত্বে প্রচারের জন্য কোনও স্বেচ্ছেসেবী সংস্থা বা ব্যক্তিবিশেষকে এই পুরস্কার দেওয়া হয়।

Updated By: Oct 28, 2013, 06:17 PM IST

সোশ্যাল জাস্টিসের জন্য মাদার টেরেসা মেমোরিয়াল ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেলেন সুস্মিতা সেন। মুম্বইতে হারমনি ফাউন্ডেশন সুস্মিতার হাতে এই পুরস্কার তুলে দেয়। শান্তি প্রচার ও মনুষ্যত্বে প্রচারের জন্য কোনও স্বেচ্ছেসেবী সংস্থা বা ব্যক্তিবিশেষকে এই পুরস্কার দেওয়া হয়।
অ্যাওয়ার্ড পাওয়ার পর সুস্মিতা বলেন, "আমার কাছে এই অ্যাওয়ার্ডের মূল্য অনেক। এই পুরস্কার মাদার টেরেসার নামে। যিনি সত্যিই আমার জীবন বদলে দিয়েছেন। উনি কোনওদিন আমাকে কিছু হাতে ধরে শিখিয়ে দেননি, কিন্তু উনি এমনই উদাহরণ আমার সামনে রেখেছেন যে আমি অনেক ওনার থেকে ওনার কিছু শিখেছি। মাত্র ১৮ বছর বয়সেই আমি ওনার দ্বারা এত প্রভাবিত হয়েছিলাম যে তখনই ওনার মত মা হতে চাইতাম।"
সিঙ্গল মাদার হিসেবে দুটি কন্যসন্তান দত্তক নিয়েছেন সুস্মিতা। তাঁর দুই মেয়ের নাম রেনে ও আলিশা।

.