সুশান্তের আত্মহত্যার পর তাঁর ফ্ল্যাটে চলছিল রান্না,চাঞ্চল্যকর দাবি

পরিবারের তরফে দাবি করা হয়

Edited By: জয়িতা বসু | Updated By: Aug 25, 2020, 05:53 PM IST
সুশান্তের আত্মহত্যার পর তাঁর ফ্ল্যাটে চলছিল রান্না,চাঞ্চল্যকর দাবি
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন : ​সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর মামলায় পরপর সামনে আসছে বিস্ফোরক তথ্য। ১৪ জুন সুশান্তের মৃত্যুর পর তাঁর ব্যান্দ্রার ফ্ল্যাটে কী হচ্ছিল, এবার সেই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আনল এসএসআর-এর পরিবার।

আরও পড়ুন : সুশান্তের শরীরে বিষের অস্তিত্ব মুছতেই দেরিতে ময়নাতদন্ত, ফের বিস্ফোরণ সুব্রহ্মণ্যম স্বামীর

রিপোর্টে প্রকাশ, ১৪ জুন সুশান্তের মৃত্যুর খবর পেয়ে তাঁর পরিবারের বেশ কয়েকজন (যে দুই দিদি এবং তাঁদের পরিবার মুম্বইতে থাকেন, তাঁরা হাজির হন ১১.৩০ নাগাদ) অভিনেতার ব্যান্দ্রার ফ্ল্যাটে হাজির হন। সেখানে গিয়ে দেখা যায়, সুশান্তের ফ্ল্যাটের রান্নাঘরে রান্নাবান্না চলছে। অভিনেতার মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যেই তাঁর ফ্ল্যাটে অন্য যাঁরা থাকতেন, তাঁরা রান্না বসিয়ে দেন। এমনকী, তাঁদের দেখে বোঝার কোনও উপায় ছিল না যে সেখানে কিছু হয়েছে। সুশান্তের মৃত্যু নিয়ে তাঁদের যেন কোনও হেলদোল ছিল না বলেও অভিযোগ করে প্রয়াত অভিনেতার পরিবার। তাঁরা যেন বিষয়টিকে পাত্তাই দেননি ওইদিন। সুশান্তের মৃত্যুর পর নির্বিকার চিত্তে সেদিন তাঁর রান্নাঘর রান্না চলছিল বলে দাবি করে রাজপুত পরিবার।

আরও পড়ুন : কখনও মহেশ ভাট কখনও মুকেশ ভাটের সঙ্গে, ভাইরাল রিয়া চক্রবর্তীর একাধিক ভিডিয়ো

প্রসঙ্গত, সুশান্তের ফ্ল্যাটে নীরজ সিং, দীপেশ সাওয়ান্ত এবং সিদ্ধার্থ পিটানি ১৪ জুন হাজির ছিলেন বলে জানা যায়। ওইদিন সকাল থেকে সুশান্তের ঘর থেকে আওয়াজ না পেয়ে, নীরজ এবং দীপেশ নামের দুই পরিচারক নীচের তলায় সিদ্ধার্থ পিটানিকে খবর দেন। সিদ্ধার্থ হাজির হয়ে  চাবিওয়ালাকে খবর দেন। এরপর সেই চাবিওয়ালাই সুশান্তের ঘরের তালা ভাঙেন বলে জানা যায়। যদিও সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের নীরজ, দীপেশ এবং সিদ্ধার্থ পিটানির বয়ানে গরমিল রয়েছে বলে খবর।

.