সুশান্তের মৃত্যুর তদন্তভার দেওয়া হোক সিবিআইকে, মোদীর কাছে আবেদন অনুগামীদের

তদন্তভার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে না দিলে তাঁরা থামবেন না বলেও হুমকি দেন 

Edited By: জয়িতা বসু | Updated By: Jul 9, 2020, 06:55 PM IST
সুশান্তের মৃত্যুর তদন্তভার দেওয়া হোক সিবিআইকে, মোদীর কাছে আবেদন অনুগামীদের
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর ২৫ দিন পার হয়ে গিয়েছে কিন্তু এখনও পর্যন্ত পূরণ হয়নি তাঁদের দাবি। অর্থাত সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তভার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে তুলে দিতে হবে বলে অনুগামীরা যে দাবি শুরু করেন, তা অধরা। এবার সুশান্তের মৃত্যুর বিচার চেয়ে ফের ফুঁসে উঠলেন তাঁর অনুগামীরা। অর্থাত, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তভার যতদিন না পর্যন্ত সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হচ্ছে, ততদিন তাঁদের আন্দোলন বন্ধ হবে না বলে স্পষ্ট জানান প্রয়াত অভিনেতার ভক্তরা।

আরও পড়ুন  : সুশান্তের মৃত্য়ুর পর মুখ খোলায় হুমকি দিচ্ছেন বলিউডের এক সুপাস্টার! দাবি কেআরকে-র

 

বিহারের ঘরের ছেলে সুশান্তের মৃত্যুর তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে বলে দাবি করছেন নেট জনতার একাংশ। ফলে কখনও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবার কখনও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ট্যাগ করে নিজেদের দাবি জানাচ্ছেন নেট জনতা। অনেক সময় আবার জাস্টিজ ফর সুশান্ত বলে হ্যাশট্যাগ দিয়ে ফুঁসে উঠছেন সুশান্ত অনুগামীরা।

.