বলিউডের 'নেপোটিজম'! যাচাই করতে পারেন নেপোমিটারে, জানালেন সুশান্তের জামাইবাবু

আর এই  'নেপোমিটার' লঞ্চ করতে চলেছেন সুশান্তের জামাইবাবু বিশাল কীর্তি।

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Jul 1, 2020, 11:35 PM IST
বলিউডের 'নেপোটিজম'! যাচাই করতে পারেন নেপোমিটারে, জানালেন সুশান্তের জামাইবাবু

নিজস্ব প্রতিবেদন : সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। চর্চায় উঠে এসেছে বলিউডের 'নেপোটিজম' অর্থাৎ 'স্বজনপোষণ' বিতর্ক। আর 'স্বজনপোষণ'-এর অনুপাত মাপতেই এবার চালু হচ্ছে 'নেপোমিটার'। আর এই  'নেপোমিটার' লঞ্চ করতে চলেছেন সুশান্তের জামাইবাবু বিশাল কীর্তি।

'নেপোমিটার' লঞ্চের কথা টুইটারে জানিয়ে সুশান্তের জামাইবাবু বিশাল কীর্তি লেখেন, ''আমার ভাই ময়ূরেশ কৃষ্ণা সুশান্ত সিং রাজপুতের স্মৃতিতে এটি তৈরি করেছেন'' এই নেপোমিটার সম্পর্কে জানিয়ে বিশাল কীর্তি লিখেছেন, ''বলিউডে স্বজনপোষণের বিরুদ্ধে লড়ুন। আমরা স্বজনপোষণ ও স্বতন্ত্র চলচ্চিত্রের উপর নির্ভর করে রেটিং দেব। যদি নেপোমিটার বেশি থাকে তাহলে সময় এসেছে বলিউডে চলতে থাকা নেপোটিজমের বিরুদ্ধে সরব হওয়ার।''

আরও পড়ুন-''টিকটক বন্ধে যাঁরা কাজ হারালেন, তাঁদের কী হবে?'' প্রশ্ন তুললেন নুসরত

এখন থেকে মুক্তি পাওয়া বলিউডের সমস্ত ছবিকে নেপোমিটারে নম্বর দিতে পারবে দর্শক। নেপোমিটারের ফলাফল বলে দেবে ছবিটি স্বজনপোষণের দোষে দুষ্ট কী না?

আরও পড়ুন-করোনা আবহে কীভাবে হচ্ছে 'কপালকুণ্ডলা' শ্যুটিং? দেখুন ছবি

.