সুশান্তের ফরেন্সিক রিপোর্ট আসতে আরও ২ সপ্তাহ, আত্মহত্যার তত্ত্ব খারিজ AIIMS-এর!

 AIIMS-সূত্রে জানানো হয়েছে, ''সুশান্তের ফরেন্সিক রিপোর্ট আসতে কমপক্ষে ২ সপ্তাহ সময় লাগবে।''

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Sep 4, 2020, 05:37 PM IST
সুশান্তের ফরেন্সিক রিপোর্ট আসতে আরও ২ সপ্তাহ, আত্মহত্যার তত্ত্ব খারিজ AIIMS-এর!

নিজস্ব প্রতিবেদন : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় কিছু সংবাদমাধ্যমে ফের 'আত্মহত্যার তত্ত্ব' উঠে আসছে। তবে সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, AIIMS-সূত্রে জানানো হয়েছে, ''সুশান্তের ফরেন্সিক রিপোর্ট আসতে কমপক্ষে ২ সপ্তাহ সময় লাগবে।''

সম্প্রতি কিছু সংবাদমাধ্যমে প্রকাশিত হয়, সুশান্তের মৃত্যুর ঘটনায় 'খুনের তত্ত্ব'টি একেবারেই খারিজ হয়ে গিয়েছে। এই মুহূর্তে 'আত্মহত্যার তত্ত্ব' ধরেই তদন্ত চলছে। আর এরপরেই সুশান্তের ফরেন্সিক রিপোর্ট আসতে সময় লাগার কথা সর্বভারতীয় সংবাদমাধ্যমকে AIIMS-ফরেন্সিক বিভাগ সূত্রে জানানো হয়।

এর আগে AIIMS-ফরেন্সিক বিভাগের প্রধান সুধীর গুপ্তা বলেন, ''সুশান্তের মৃত্যুতে হত্যার সম্ভবনা রয়েছে কিনা তা আমরা খতিয়ে দেখব। যতভাবে সম্ভব সমস্ত দিক পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে দেখা হবে। সুশান্তের সংরক্ষিত ভিসেরা পরীক্ষা করা হবে। সুশান্তকে মানসিক অবসাদের ওষুধ দেওয়া হত কিনা সেটাও খতিয়ে দেখা হবে।''

আরও পড়ুন-রিয়ার ভাই ও মিরান্ডাকে মুখোমুখি বসিয়ে জেরা, গ্রেফতার করা হতে পারে সৌভিককে!

প্রসঙ্গত, সুশান্তের মৃত্যুর ঘটনায় কিছু সংবাদমাধ্যমে 'আত্মহত্যার তত্ত্ব' প্রকাশিত হওয়ার পর বিবৃতি জারি করেছে CBI। আর CBI-এর তরফে জারি করা এই বিবৃতির মাধ্যমে সম্প্রতি নতুন করে উঠে আসা 'আত্মহত্যার তত্ত্ব'ই উড়িয়ে দেওয়া হল বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন-সুশান্ত মামলায় প্রথমবার বিবৃতি জারি, 'আত্মহত্যার তত্ত্ব' ওড়ালো CBI!

.