শ্রীদেবীর মৃত্যু, নতুন করে তদন্তের আর্জি খারিজ সুপ্রিম কোর্টের

শ্রীদেবীর মৃত্যুর ঘটনায় সুনীল সিংয়ের করা আলাদা করে তদন্তের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট। শ্রীদেবীর মৃত্যুতে রহস্য রয়েছে এই দাবি করে নতুন করে তদন্তের দাবিতে সুপ্রিম কোর্টে আবেদন করেন পরিচালক সুনীল সিং। তাঁর সেই আবেদন খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত। 

Updated By: May 11, 2018, 04:43 PM IST
শ্রীদেবীর মৃত্যু, নতুন করে তদন্তের আর্জি খারিজ সুপ্রিম কোর্টের

নিজস্ব প্রতিবেদন : শ্রীদেবীর মৃত্যুর ঘটনায় সুনীল সিংয়ের করা আলাদা করে তদন্তের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট। শ্রীদেবীর মৃত্যুতে রহস্য রয়েছে এই দাবি করে নতুন করে তদন্তের দাবিতে সুপ্রিম কোর্টে আবেদন করেন পরিচালক সুনীল সিং। তাঁর সেই আবেদন খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত। 

গত ২৪ ফেব্রুয়ারি দুবাইয়ের এক হোটেলের বাথটাবে ডুবে মৃত্যু হয় বলিউডের প্রথম মহিলা সুপারস্টার শ্রীদেবীর। পরিচালকের কথায় সেসময় তিনি দুবাইতেই ছিলেন। হোটেলের কর্মী, কর্তৃপক্ষর সঙ্গে কথাও বলেছেন। তাঁর দাবি, শ্রীদেবীর পরিবারের লোকজনের কথায় অসংগতি রয়েছে। তাই অভিনেত্রীর মৃত্যুর নতুন করে তদন্তের দাবিতে প্রথমে দিল্লি হাইকোর্টে তদন্তের আবেদন করেন শ্রীদেবী। তবে দিল্লি হাইকোর্ট তাঁর সেই আবেদন খারিজ করে দেয়। তারপরই শীর্ষ আদালতের দ্বারস্থ হন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন সুনীল সিং।

প্রসঙ্গত, সুনীল সিংয়ের প্রশ্ন ছিল, শ্রীদেবী উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি।  আর বাথটাবটি ছিল ৫ ফুটের। তাহলে কীভাবে তিনি বাথটাবে ডুবে মৃত্যু হতে পারে? পাশপাশি, সুনীল সিংয়ের আইনজীবী বিকাশ সিংয়ের  দাবি করেন। শ্রীদেবীর নামে ওম্যামে ২৪০ কোটি টাকার একটা ইন্সুরেন্স ছিল, যে টাকাটা কিনা তিনি একমাত্র দুবাইতে মারা গেলেই তাঁর পরিবার পেতে পারত। আর শ্রীদেবী দুবাইতেই মারা গিয়েছেন। তাই অভিনেত্রীর মৃত্যুতে রহস্য রয়েই যাচ্ছে। পাশপাশি পরিচালক সুনীল সিং দাবি করেছিলেন তিনি তার আইনি পরামর্শদাতার সঙ্গে দুবাইয়ের ওই হোটেলে গিয়ে অভিনেত্রীর মৃত্যুতে একাধিক অসঙ্গতি পেয়েছেন।

.