'কামসূত্র'এ দেখা যাবে সানি লিওনকে!

একতা কাপুরের 'কামসূত্র'তে দেখা যেতে চলেছে সানিকে।  

Updated By: Sep 25, 2019, 05:15 PM IST
'কামসূত্র'এ দেখা যাবে সানি লিওনকে!

নিজস্ব প্রতিবেদন: নীল ছবিতে থেকে দূরে সরে এসেছেন বহুদিন হল। এখন তিনি বলিউড অভিনেত্রী হিসাবে সু-প্রতিষ্ঠিত। পাশাপাশি নিশা, নোয়া  এবং আশের সিং ওয়েবারকে নিয়ে দিব্যি দিন কাটাচ্ছেন সানি ও তাঁর স্বামী ড্যানিয়েল ওয়েবার। এরই মাঝে শোনা যাচ্ছে, একতা কাপুরের 'কামসূত্র'তে দেখা যেতে চলেছে সানিকে।  

মিড-ডে সূত্রে খবর, ''বেশ কয়েক মাস ধরে একতা কাপুরের সঙ্গে সানি লিওনের কথা চলছে 'কামসূত্র' নিয়ে। এটি একটি ওয়েব সিরিজ। ইতিমধ্যেই ওয়েব সিরিজের বিষয়বস্তু সম্পর্কে শুনে ফেলেছেন। সানি এই ওয়েব সিরিজে অভিনয় করার জন্য বেশকিছু শর্তে রাজিও হয়েছেন। এর আগে একতা কাপুরের রাগিনী MMS 2 ওয়েব সিরিজেও দেখা গিয়েছিল সানি লিওনকে। যে ওয়েব সিরিজটি সফল। একতা কাপুর ইতিমধ্যেই সানিকে 'কামসূত্র'র জন্য রাজি করিয়ে ফেলেছেন।''

আরও পড়ুন-ইদ-এ মুক্তি পাচ্ছে সলমনের 'রাধে'

প্রসঙ্গত, এর আগে ZEE 5 এ 'করণজিৎ কৌর দ্য আনটোল্ড স্টোরি'তেও দেখা গেছে সানি লিওনকে। যেখানে মধ্যবিত্ত শিখ পরিবারের এক মেয়ে থেকে সানির সফল পর্ন তারকা হয়ে ওঠার গল্প ওঠে এসেছে। 

আরও পড়ুন-আপনার স্মার্ট ফোনেও কি একাধিক অ্যাপ রয়েছে? তাহলে সাবধান, দেখুন কী ভয়ঙ্কর তথ্যা দিলেন অভিনেতা পরমব্রত

.