কন্ডোম অ্যাড বিতর্কে টুইটে জবাব সানির
কন্ডোম বিজ্ঞাপন বিতর্ক নিয়ে এবার মুখ খুললেন সানি লিওন। গতকাল সিপিআই নেতা অতুল কুমার অঞ্জন বলেন, সানির কন্ডোমের বিজ্ঞাপন দেখে পুরুষরা ধর্ষণে উজ্জীবিত হয়। তাই এই ধরণের বিজ্ঞাপন নিষিদ্ধ হওয়া উচিত্। আজ টুইটারে এই বিতর্কের জবাব দিলেন সানি।
Updated By: Sep 4, 2015, 12:25 PM IST
ওয়েব ডেস্ক: কন্ডোম বিজ্ঞাপন বিতর্ক নিয়ে এবার মুখ খুললেন সানি লিওন। গতকাল সিপিআই নেতা অতুল কুমার অঞ্জন বলেন, সানির কন্ডোমের বিজ্ঞাপন দেখে পুরুষরা ধর্ষণে উজ্জীবিত হয়। তাই এই ধরণের বিজ্ঞাপন নিষিদ্ধ হওয়া উচিত্। আজ টুইটারে এই বিতর্কের জবাব দিলেন সানি।
সানি টুইট করেন,
Sad when people of of power waste their time and energy on me, instead of focusing on helping those in need !!!!! #SHAME #EPICFAIL
— Sunny Leone (@SunnyLeone) September 3, 2015
আপাতত টিনা অ্যান্ড লোলো ছবির শুটিংয়ে ব্যস্ত রয়েছেন সানি।