মেয়ে নিশা ও ছোটদের জন্যই দীপাবলি সেলিব্রেশনের আয়োজন সানির

। এই সেলিব্রেশন থেকে নিজেকে বঞ্চিত করলেন না সানি লিওন। 

Updated By: Oct 26, 2019, 09:12 PM IST
মেয়ে নিশা ও ছোটদের জন্যই দীপাবলি সেলিব্রেশনের আয়োজন সানির

নিজস্ব প্রতিবেদন: নবরাত্রির পর গোটা বি-টাউন এখন দিওয়ালি দীপাবলির সেলিব্রেশনে ব্যস্ত। শুক্রবার ছিল ধনতেরাস, তারপর শনিবার ছোটি দিওয়ালির সেলিব্রেশনে ব্যস্ত বি-টাউনের তারকারা। বিভিন্ন তারকার বাড়িতে রাখা হয়েছে দীপাবলির পার্টি। এই সেলিব্রেশন থেকে নিজেকে বঞ্চিত করলেন না সানি লিওন। 

দীপাবলির পার্টির আয়োজন করেন, রমেশ তৌরানি, মণীশ মালহোত্রা সহ আরও আনেকেই। এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সানি লিওনের দীপাবলির সেলিব্রেশ। অন্যান্য বলি তারকাদের থেকে সানি লিওনের দীপাবলির সেলিব্রেশন ছিল এক্কেবারেই আলাদা। নিজের তিন সন্তান সহ অন্যান্য শিশুদের নিয়েই দীপাবলির সেলিব্রেট করলেন সানি। যে পার্টিতে সানি ও তাঁর মেয়ে নিশাকে একই রকম ডিজাইনার পোশাক পরতে দেখা গেল। যে পোশাকটি ডিজাইন করেছেন রীতি আরনেজা। যে ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুন-তিন সন্তান ও পরিবারের সঙ্গেই স্বামী ড্যানিয়েলের জন্মদিন সেলিব্রেট সানির

প্রসঙ্গত, কিছুদিন আগেই মেয়ে নিশার ৪ বছরের জন্মদিন সেলিব্রেট করেছেন সানি লিওন। সেলিব্রেট করেছেন স্বামী ড্যানিয়েল ওয়েবারের জন্মদিন। 

.