‘ট্রিপি ট্রিপি’ গানে উত্তজনার পারদ আরও চড়ালেন সানি লিওনে, দেখুন

Updated By: Aug 18, 2017, 03:45 PM IST
‘ট্রিপি ট্রিপি’ গানে উত্তজনার পারদ আরও চড়ালেন সানি লিওনে, দেখুন

ওয়েব ডেস্ক: খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে সঞ্জয় দত্তের নতুন ছবি ভূমি । প্রধাণত বাবা-মায়ের গল্পের পরিপ্রেক্ষিতেই তৈরি ছবিটি। ছবিতে একেবারে অন্য ভূমিকায় দেখা যাবে সঞ্জয় দত্তকে। একজন বাবার চরিত্রে অভিনয় করছেন তিনি। আর তাঁর মেয়ে এবং নাম ভূমিকায় অভিনয় করছেন অদিতি রাও হায়দারি । আর সেই ছবিতেই একটি আইটেম সং য়ে পারফর্ম করতে দেখা যাবে সানি লিওনে –কে।

ভূমি ছবির আইটেম সং ট্রিপি ট্রিপি । গানটি গেয়েছেন নেহা কক্কর, বাদশা এবং বেনী দয়াল। সচিন-জিগরের কম্পোজিশনে তৈরি গানটি আশা করা যাচ্ছে দর্শকদের বেশ ভালোই লাগবে। দেখে নিন গানটি।

বাগদান হয়ে গেল এই বাঙালি বলিউড অভিনেত্রীর

 

.