COVID-19 এ আক্রান্ত 'বাহুবলী'র পরিচালক এস এস রাজামৌলি

 COVID-19 টেস্টের রিপোর্ট পজিটিভ আসার কথা নিজেই টুইট করে জানিয়েছেন রাজামৌলি।

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Jul 29, 2020, 10:34 PM IST
COVID-19 এ আক্রান্ত 'বাহুবলী'র পরিচালক এস এস রাজামৌলি

নিজস্ব প্রতিবেদন : করোনা আক্রান্ত 'বাহুবলী'র পরিচালক এস এস রাজামৌলি এবং তার গোটা পরিবার। COVID-19 টেস্টের রিপোর্ট পজিটিভ আসার কথা নিজেই টুইট করে জানিয়েছেন রাজামৌলি।

COVID-19-এ আক্রান্ত হওয়ার খবর টুইটারে জানিয়ে রাজামৌলি লেখেন, ''কিছুদিন ধরে আমি ও আমার গোটা পরিবার জ্বরে ভুগছিলাম। জ্বরটা যদিও ভয়ানক কিছু নয়, তবুও আমার COVID-19 টেস্ট করাই। টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। ডাক্তারের পরামর্শ মতো আমরা সকলেই হোম কোয়ারেন্টাইনে রয়েছি।''

আরও পড়ুন-সুশান্তের জন্য অঙ্কিতার পোস্ট, ভাইয়ের প্রাক্তন প্রেমিকার সমর্থনে মন্তব্য শ্বেতার

আরও একটি টুইটে 'বাহুবলী' পরিচালক লেখেন, ''করোনার জন্য ভয়ঙ্কর কোনও উপসর্গ আমাদের দেখা দেয়নি। ডাক্তারের নির্দেশ মতো চলছি। আমাদের শরীরে অ্যান্টিবডি তৈরি হওয়ার অপেক্ষায় রয়েছি। যাতে আমরাও অন্যের চিকিৎসার প্রয়োজনে প্লাজমা দিতে পারি। ''

এরপরই পরিচালক ও তাঁর পরিবারের দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেন ভক্তরা।

প্রসঙ্গত, খুব শীঘ্রই বিগ বাজেট ছবি RRR এর শ্যুটিং শুরু করার কথা রয়েছে এস এস রাজামৌলির।

আরও পড়ুন-সুশান্তের কোনও বিপদ হতে পারে, ৪ মাস আগেই একথা মুম্বই পুলিসকে জানিয়েছিল অভিনেতার পরিবার!

.