বাবা ভাগ্যিস মারা গিয়েছিলেন, এমনই টুইট শাহরুখ খানের!
বলিউডের বাদশা শাহরুখ খ্যান তাঁর ফ্যান বেস ঠিক রাখার জন্য সবসময়ই সক্রিয় থাকেন সোশ্যাল মিডিয়ায়। টুইটারে তিনি খুবই সক্রিয়। সবসময়ই কিছু না কিছু পোস্ট করেন। ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখেন। নিজের ব্যক্তিগত অনেক অনুভূতি এবং অভিজ্ঞতা তিনি শেয়ার করেন। সম্প্রতি শাহরুখ তাঁর প্রয়াত বাবাকে নিয়ে একটি টুইট করেছেন।
ওয়েব ডেস্ক: বলিউডের বাদশা শাহরুখ খ্যান তাঁর ফ্যান বেস ঠিক রাখার জন্য সবসময়ই সক্রিয় থাকেন সোশ্যাল মিডিয়ায়। টুইটারে তিনি খুবই সক্রিয়। সবসময়ই কিছু না কিছু পোস্ট করেন। ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখেন। নিজের ব্যক্তিগত অনেক অনুভূতি এবং অভিজ্ঞতা তিনি শেয়ার করেন। সম্প্রতি শাহরুখ তাঁর প্রয়াত বাবাকে নিয়ে একটি টুইট করেছেন।
আরও পড়ুন রাগী মানুষের বুকে ফল্গু নদীও বয় বোঝার জন্য এটা ভালো উদাহরণ
সেখানে তিনি লিখেছেন, 'ভাগ্যিস আমার বাবা বেঁচে নেই, বেঁচে থাকলে কিছু মানুষের কথা শুনে তিনি খুব মন খারাপ করতেন।' প্রসঙ্গত, শাহরুখের বাবা ছিলেন স্বাধীনতা সংগ্রামী। তিনি নাকি সব সময় তাঁর ছেলেকে নীরব থাকার উপদেশ দিতেন। মানে কথা কম বলাটাই তাঁর পছন্দের। আর এই অবস্থায় দেশে পাকিস্তান বিরোধী যে সব কার্যকলাপ চলছে এবং শাহরুখ খানদের যা যা বলা হচ্ছে, তাতে কিং খান খুশি যে, তাঁর বাবা আর বেঁচে নেই। এতে তাঁকে অপমানিত হতে হল না।মত শাহরুখের।
আরও পড়ুন ইডেন টেস্টে ভারতীয় দলে ফিরতে পারেন গম্ভীর!