টিকা পাচ্ছেন না রেড ভলান্টিয়ার্স, ক্ষুব্ধ Sreelekha, পাল্টা Devlina

সেই প্রতিবেদন নিজের ফেসবুকের দেওয়ালে তুলে ধরে ফের একবার শাসক দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন শ্রীলেখা মিত্র। 

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Jun 3, 2021, 08:48 PM IST
টিকা পাচ্ছেন না রেড ভলান্টিয়ার্স, ক্ষুব্ধ Sreelekha, পাল্টা Devlina

নিজস্ব প্রতিবেদন : রেড ভলান্টিয়ার্সদের টিকাকরণ বাতিল করেছে রাজ্য সরকার। সম্প্রতি, একটি সংবাদ মাধ্যমে এমন খবরই প্রকাশিত হয়। আর সেই প্রতিবেদন নিজের ফেসবুকের দেওয়ালে তুলে ধরে ফের একবার শাসক দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন শ্রীলেখা মিত্র। 

নির্দিষ্ট সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, রেড ভলান্টিয়ার্সদের টিকাকরণের ব্যবস্থা করে দেওয়ার পরও সেই টিকাকরণ স্থগিত রেখেছে সরকার। আর তাতেই বুধবার ১৮০ জন বাম স্বেচ্ছাসেবক টিকাকরণ থেকে বঞ্চিত হয়েছেন।

আরও পড়ুন-'মৌচাক'-এর মৌ নিয়ে আসছে 'মৌ বৌদি' মনামী

এবিষয়ে শ্রীলেখা মিত্রের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ''এই খবরে আমিও Shocked। আর সেটাই প্রকাশ করে লিখেছি, এটা কী হল?। অবশ্য অবাক হওয়ারও কিছু নেই, কারণ প্রতিহিংসার রাজনীতি এঁরা খুব ভালো করেই করতে পারেন। যে কাজগুলো সরকারের করার কথা সেগুলো রেড ভলান্টিয়ার্সরা করছে। এটা শুধু এবার নয়, গতবারের লকডাউন থেকেই নানান কাজ তাঁরা করছেন। মানুষ তাঁদেরকে গোল্লা দিয়েছেন, তার পরেও রেড ভলান্টিয়ার্সরা কাজ করে যাচ্ছেন। তাঁরা তৃণমূল, বিজেপি-র লোকজনের বাড়িতেও অক্সিজেন পৌঁছে দিচ্ছেন। কোন দলের সেটা তাঁরা দেখে কাজ করছেন না। আজ রেড ভলান্টিয়ার্স বলে তাঁদেরই টিকাকরণ আটকে দেওয়া হল। এধরনের লোকজন তো এমনই করবেন। যাঁরা চাল চুরি করে, ত্রিপল চুরি করে, এটা তাঁদের পক্ষেই সম্ভব।''

এদিকে এবিষয়ে তৃণমূলের বিধায়ক দেবাশিস কুমারের মেয়ে অভিনেত্রী দেবলীনা কুমার বলেন, ''আমি প্রতিবেদনটা পড়ি নি। শ্রীলেখাদি আমার ফ্রেন্ড লিস্টে নেই, তাই উনি কী পোস্ট করেছেন, সেটা আমি দেখিনি। আরেকজনের মুখ থেকে শুনলাম। উনি বলেছেন, রেড ভলান্টিয়ার্সদের টীকা দেওয়া হচ্ছে না। আমি জানি না, কোথায় এটা ঘটেছে, কী ঘটেছে? তবে আমি যতদূর জানি টীকা দেওয়া হচ্ছে আধার কার্ড দেখে। সেখানে কোথাও তো রেড ভলান্টিয়ার্স লেখা থাকবে না। তাই এই খবরের সূত্র কী, সত্যতা কতটা সেটা জানি না। উনি যদি সঠিক তথ্য দিতে পারেন, তাহলে আমার মনে হয় সরকারের উচিত ব্যবস্থা নেওয়া। তবে তার জন্য সঠিক প্রমাণ দিতে হবে।''

.