বন্ধুত্ব বদলে যাচ্ছে প্রেমে, আপত্তি নেই শ্রাবন্তীর! দেখুন কী ঘটেছে...

জানিয়ে দিয়েছেন প্রেমে আপত্তি নেই।

Updated By: Apr 10, 2019, 04:54 PM IST
বন্ধুত্ব বদলে যাচ্ছে প্রেমে, আপত্তি নেই শ্রাবন্তীর! দেখুন কী ঘটেছে...

নিজস্ব প্রতিবেদন: বন্ধুত্ব ধীরে ধীরে বদলে যাচ্ছে প্রেমে। তবে তাতে এক্কেবারেই নাকি আপত্তি নেই অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের। বিশেষ ভিডিওর মাধ্যমে নিজেই প্রকাশ করেছেন তাঁর মনের এই ভাব। জানিয়ে দিয়েছেন প্রেমে আপত্তি নেই।

অবাক হবেন না। বিষয়টি এক্কেবারেই গুরুতর নয়। মাঝে মধ্যেই টলিপাড়ার নায়িকাদের  বিশেষ অ্যাপের মাধ্যমে টিকটক ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে দেখা যায়। এক্ষেত্রে অবশ্য অভিনেত্রী মিমি চক্রবর্তী, নুসরত জাহানের নাম এক্কেবারেই প্রথমে আসে। তবে পিছিয়ে নেই শ্রাবন্তী চট্টোপাধ্যায়ও। দেখুন এই ভিডিওতে শ্রাবন্তী কী বলছেন...

আরও পড়ুন-পাকিস্তানির চরিত্রে অভিনয়ে 'না', রুসেল পুকুট্টির ছবির প্রস্তাব ফেরালেন অমিতাভ

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

তবে এটাই শুধু নয়, এধরনের নানান টিকটক ভিডিও পোস্ট করতে দেখা যায় নায়িকাকে।

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

নেহাতই মজার ছলে এসমস্ত ভিডিও বানিয়েছেন শ্রাবন্তী। তবে টলিপাড়ায় গুঞ্জন ব্যক্তিগত জীবনেও তৃতীয়বারের জন্য প্রেমে পড়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। পাত্রের নাম রোশন সিং ওরফে মন্টি। জন্ম সূত্রে রোশন সিং পাঞ্জাবি, পেশায় একটি বিমান সংস্থার কেবিন ক্রু। বর্তমানে পার্ক সার্কাস এলাকাতেই থাকেন বলে রোশন। জানা যাচ্ছে, মন্টি ওরফে রোশন শ্রাবন্তীর জামাইবাবুর পরিচিত। সেখান থেকেই তাঁর সঙ্গে শ্রাবন্তীর আলাপ। তাঁদের পরিচয় নাকি খুব বেশি দিনেরও নয়, মাত্র মাস চারেকের। তবে সম্প্রতি নাকি তাঁদের সম্পর্ক অন্যদিকে মোড় নিচ্ছে বলেই শোনা যাচ্ছে।

আরও পড়ুন-ইরফানের সুস্থ হয়ে ওঠার লড়াই নিয়ে খোলা চিঠি স্ত্রী সুতপা শিকদারের

প্রসঙ্গত, গত ১৫ জানুয়ারি শ্রাবন্তী তাঁর দ্বিতীয় স্বামীর থেকে মিউচুয়াল ডিভোর্স চেয়ে আলিপুর জাজেস কোর্টে আবেদন করতে গিয়েছিলেন। গতবছর ১০ জুলাই শ্রাবন্তী ও কৃষ্ণ ভিরাজ বিয়ের পিঁড়িতে বসেছিলেন। বিয়ের তিনমাস যেতে না যেতেই তাঁদের বিচ্ছেদের খবর সামনে আসে। যদিও ঠিক কী কারণে তাঁদের বিয়ে টিকল না সেবিষয়ে শ্রাবন্তী কিংবা কৃষ্ণ ভিরাজ কেউই মুখ খোলেননি। 

আরও পড়ুন-বাহার বেগমের সঙ্গে চন্দ্রমুখীর কোনও মিলই নেই: মাধুরী

  

যদিও শ্রাবন্তী ঘনিষ্ঠ মহলে কান পাতলে শোনা যাচ্ছে রোশন সিংহের সঙ্গে সম্পর্কটা শ্রাবন্তী ভেবেচিন্তেই এগোতে চাইছেন। এবিষয়ে এখনই প্রকাশ্যে তাঁরা কিছুই বলতে চাইছেন না। তবে নাকি তাঁরা একে অপরের বাড়িতে ইতিমধ্যেই যাতায়ত শুরু করেছেন। বেশকিছু পার্টিতে তাঁদের একসঙ্গে দেখাও গেছে বলে খবর। এমনকি শ্রাবন্তীর ছেলে ঝিনুকেরও নাকি রোশনকে ভীষণ পছন্দ। ঘনিষ্ঠ মহলে শ্রাবন্তী বলেছেন রোশন সিংহ ভীষণই ভালো মানুষ। যদিও দ্বিতীয় স্বামী কৃষ্ণ ভিরাজের ক্ষেত্রেও শ্রাবন্তী এমনটাই বলেছিলেন। পাশাপাশি রোশনের মতো 'প্রাক্তন' কৃষ্ণ ভিরাজের সঙ্গেও শ্রাবন্তীর আলাপ হয়েছিল তাঁর জামাইবাবুর মাধ্যমে। 

প্রসঙ্গত, বহু অল্প বয়সে পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে বিবাহ-বন্ধনে আবদ্ধ হয়েছিলেন শ্রাবন্তী। ২০০৩ সালে রাজীবকে বিয়ে করেছিলেন শ্রাবন্তী। দীর্ঘ ১৩ বছর পর ২০১৬ সালে তাঁদের বিবাহ-বিচ্ছেদ হয়ে যায়। তাঁর ও রাজীবের একটি ছেলেও রয়েছে, তাঁদের ছেলে ঝিনুক শ্রাবন্তীর কাছেই থাকে।

আরও পড়ুন-‘আংরেজি মিডিয়াম’-এর চম্পকের সঙ্গে আলাপ করালেন ইরফান খান!

.