এস পি বালসুব্রহ্মনিয়মের মৃত্যু, স্মৃতিচারণায় লতা মঙ্গেশকর ও আশা ভোঁসলে

 শোকপ্রকাশ করলেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর ও খ্য়াতনামা গায়িকা আশা ভোঁসলে। 

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Sep 25, 2020, 09:23 PM IST
এস পি বালসুব্রহ্মনিয়মের মৃত্যু, স্মৃতিচারণায় লতা মঙ্গেশকর ও আশা ভোঁসলে

নিজস্ব প্রতিবেদন : কিংবদন্তী গায়ক এস পি বালসুব্রহ্মনিয়মের মৃত্যুতে শোকস্তব্ধ সঙ্গীতজগত। শোকপ্রকাশ করলেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর ও খ্যাতনামা গায়িকা আশা ভোঁসলে। 

এস পি বালসুব্রহ্মনিয়মের মৃত্যুর খবরে শোকাহত লতা লেখেন, ''প্রতিভাশালী গায়ক, মধুরভাষী এবং একজন ভালো মানুষ, এস পি বালসুব্রহ্মনিয়মজির স্বর্গবাসের খবরে আমি ব্যথিত। আমরা অনেক গান একসঙ্গে গেয়েছি। একসঙ্গে অনেক শো করেছি। ওই কথাগুলো ভীষণভাবে মনে পড়ছে। ঈশ্বর ওঁর আত্মাকে শান্তি দিক, ওঁর পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।''

আশা ভোঁসলে বলেন, ''এই বছরটা অনেক দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে গেছে। এস পি বালসুব্রহ্মনিয়মের মৃত্যুর খবর আমায় কষ্ট দিয়েছে। তিনি একজন অসাধারণ, বহুমুখী প্রতিভার অধিকারী শিল্পী। দক্ষিণের পর হিন্দিতে লক্ষ্মীকান্ত-প্যায়ারেলালের সঙ্গে ওঁর প্রথম গানটি অসাধারণ। লতা দিদির সঙ্গে ওঁর ডুয়েট গুলিও স্মরণীয়। আর ডি বর্মনের অনেক গান বালু গেয়েছেন। ওনাদের বেশ ভালো বন্ধুত্ব ছিল। তামিল সুরকার ইল্লায়রাজার গানের উচ্চারণের জন্য অনেক সাহায্য করেছিলেন আমায়। ওঁর মৃত্যুতে সঙ্গীতজগতে বড় শূন্যতা তৈরি হল। ওঁর আত্মার শান্তি কামনা করি।''

বেশ কিছুদিন ধরেই অসুস্থ বর্ষীয়ান গায়ক এস পি বালসুব্রহ্মনিয়ম। ফলে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। বুধবার রাতে থেকে তাঁর অবস্থা সঙ্কটজনক হতে শুরু করে। ফলে হাসপাতালের তরফে প্রকাশ করা হয় মেডিকেল বুলেটিন। মেডিকেল বুলেটিনে জানানো হয়,  এস পি বালসুব্রহ্মনিয়মকে লাইফ সাপোর্ট সিস্টেমে রাখা হয়েছে। বুধবার রাত থেকে অবস্থা ক্রমশ খারাপ হতেই তাঁকে লাইফ সাপোর্ট সিস্টেমে রাখা হয়েছে বলে জানিয়েছিল হাসপাতাল। বর্ষীয়ান গায়ক এস পি বালসুব্রহ্মনিয়মের মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৪ বছর।

.